বলিউডের বাদশা শাহরুখ খান বর্তমানে ‘কিং’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। ঘরের মাঠে নয়, বিদেশি ফুটপাতে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আউটডোর শুটিং করছেন ষাটোর্ধ্ব কিং খান। ধূসর চুল, পাক ধরেছে দাড়ি-গোঁফে, চোখে রোদচশমা এবং পিঠে ব্যাগ এই নতুন লুকে ক্যামেরায় ধরা পড়তেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে। ছবিটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে।
‘কিং’-এর মেগাবাজেট সিনেমায় দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরসহ তাবড় তারকারা অংশ নিচ্ছেন। মাসখানেক আগে শাহরুখের ট্যাটু শোভিত পেশি নেটপাড়ায় হইচই ফেলে দিয়েছিল। সিনেমার চরিত্র সম্পর্কে জানা গেছে, তিনি গোয়েন্দার ভূমিকায় থাকবেন এবং ‘হ্যান্ডলার’ হিসেবে রহস্য সমাধানে সহায়ক হবেন।
গত মাসে অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করতে গিয়ে গুরুতর চোট পান শাহরুখ। ফলে হাতে ব্যান্ডেজ নিয়েই ছেলে আরিয়ান খানের ডেবিউ সিরিজের প্রচারে অংশ নিয়েছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শুটিংয়ের পরবর্তী ধাপ শুরু হবে সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের মাঝামাঝি।
নেটিজেনদের আগ্রহ আর শুটিং সংক্রান্ত খবর মিলিয়ে দেখা যাচ্ছে, শাহরুখ খানের ‘কিং’ সিনেমা মুক্তি পাবে ২০২৬ সালে এবং বড় স্ক্রিনে দর্শকরা কিং খানকে নতুন, রহস্যময় লুকে দেখতে পাবেন।
এমকে/এসএন