ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি এমএস ধোনি অভিনয় জগতে প্রবেশ করলেন এমন প্রভাব দিয়ে যে দর্শকরা চমকে উঠেছেন। সম্প্রতি প্রকাশিত ভাসান বালার অপেক্ষিত প্রকল্প ‘দ্য চেজ’-এর টিজারে ধোনি দেখা গেছে অভিনেতা আর মাধবনের সঙ্গে। টিজারে উভয়কে দেখা যাচ্ছে তীব্র ও সংযমিত চরিত্রে, যেখানে তারা কাজ করছেন টাস্ক ফোর্স অফিসারের ভূমিকায়, একক লক্ষ্য নিয়ে যুক্ত হয়ে।
মাধবন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে টিজারটি প্রকাশ করেছেন। দর্শকদের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এটি কি একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, নেটফ্লিক্স বা ওয়েব সিরিজ, নাকি কিছু একেবারেই নতুন ফর্ম্যাটে নির্মিত।
টিজারে ধোনি ও মাধবন উভয়ই ইউনিফর্মে দেখা যাচ্ছেন, যেন দুই যোদ্ধা একক মিশনের জন্য একত্রিত।
এমএস ধোনির উপস্থিতি এবং মাধবনের পারদর্শী অভিনয় দর্শককে আগেই উত্তেজিত করে তুলেছে। ক্রিকেটের কিংবদন্তি ও চলচ্চিত্রের শক্তিশালী অভিনেতার এই ক্রসওভার প্রকল্পটি রিলিজের আগেই দর্শকের কৌতূহল জাগিয়েছে। সিনেমার গল্প, চরিত্র এবং একশন দৃশ্যের প্রতিশ্রুতি দর্শকদের মনে একটি ভিন্ন রকমের রোমাঞ্চ সৃষ্টির প্রত্যাশা তৈরি করেছে।
এমকে/এসএন