চার দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ রাতে হোটেলে ফিরেছেন বাফুফের ট্যাকনিক্যাল ডাইরেক্টর ও অ-২৩ দলের হেড কোচ সাইফুল বারী টিটু। ৩ সেপ্টেম্বর বাংলাদেশ-ভিয়েতনাম ম্যাচের দিন তাকে হাসপাতালে পুনরায় নিয়ে ভর্তি করানো হয়। এখন অনেকটা স্বাভাবিক হওয়ায় তাকে রিলিজ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ম্যাচের আগের দিন টিটু অত্যন্ত জ্বরে আক্রান্ত হন৷ ঐ দিন হাসপাতালে নেয়ার পর প্রাথমিক চিকিৎসার পর তাকে হোটেলে নিয়ে আসা হয়। ম্যাচের দিন ফের অসুস্থ হলে আবার হাসপাতালে নেয়া হয়। তখন শারীরিক অনেক পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি স্যালাইন সহ নানা চিকিৎসা চলে ভিয়েতনাম হাসপাতালে। জ্বর ও দুর্বলতাই ছিল তার মূল সমস্যা।
টিটু চার দিন হাসপাতালে থাকার মধ্যে বাংলাদেশ দুই ম্যাচ খেলেছে। দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আগামী পরশু সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের নিয়মরক্ষার ম্যাচ। সেই ম্যাচে দুর্বল শরীর নিয়ে টিটু ডাগ আউটে থাকবেন কি না সেটাই দেখার বিষয়। যদিও অ-২৩ দলের কর্তৃত্ব হ্যাভিয়ের ক্যাবরেরার মাধ্যমে সহকারী কোচ হাসান আল মামুনের উপরেই।
ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে গতকাল ম্যাচে একাদশে ছিলেন। ৬৪ মিনিটে কোচ তাকে উঠিয়ে নেন। মাঠ থেকে তুলে নেয়ায় ডাগ আউটে তিনি বাজে আচরণ করেন। এতে কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্ট বিব্রত হয়। আজ টিম হোটেলে এমন আচরণের জন্য কোচ ও টিম ম্যানেজমেন্ট ফাহমিদুলের সঙ্গে আলাদা আলাপ করেছেন বলে জানা গেছে।
এমকে/এসএন