ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারের পক্ষে ভোট চাইলেন জাতীয় নাগরিক পাার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (৭ সেপ্টেম্বর) নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুকে বাকেরের পক্ষে ভোট চেয়ে পোস্ট করেন।
ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখেন, আবু বাকের মজুমদার। দ্য অর্গানাইজার অফ দ্য জুলাই রেভুলেশন। গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস যেদিন লেখা হবে আবু বাকেরের ভূমিকা কি ছিল তা জাতি জানতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে সঠিক পথে নেতৃত্ব দিতে বাকেরকে প্রয়োজন। বাকের শেষ পর্যন্ত লড়াই করবে।
শেষে তিনি লিখেন, আগামী ৯ই সেপ্টেম্বর, ডাকসু নির্বাচনে বাকের মজুমদারকে জয়ী করুন।
এর আগে নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহ-সভাপতি(ভিপি) প্রার্থী আব্দুল কাদেরের পক্ষে ভোট চেয়ে পোস্ট করেছিলেন।
এসএস/এসএন