গাজা সিটির ৪০ শতাংশ নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত ৭৫ জন। খাদ্য সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান ১৪ জন।
এদিকে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতকে সহযোগিতার অভিযোগে তিনটি ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটন জানায়, আল-হক, প্যালেস্টিনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস এবং আল-মিজানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের দাবি, এই সংস্থাগুলো আইসিসির মাধ্যমে ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনে সক্রিয় ভূমিকা রাখছে।
এই পদক্ষেপের নিন্দা জানিয়ে ফিলিস্তিনি সংগঠনগুলো বলেছে, মানবাধিকার রক্ষা এবং যুদ্ধাপরাধ নথিভুক্ত করা তাদের সাংবিধানিক দায়িত্ব।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া ভুল পদক্ষেপ। এমন সিদ্ধান্ত যুদ্ধবিরতি আরও কঠিন করে তুলবে এবং নতুন সহিংসতার ঝুঁকি বাড়াবে।
রুবিও বলেন, ‘আমরা সব দেশকে আগেই বলেছি, এই স্বীকৃতির বিষয়টা একেবারেই ভুল। যদি এটা করা হয়, তাহলে বড় সমস্যা হবে। এতে যুদ্ধবিরতি আরও কঠিন হয়ে যাবে, আর যে হামলা হচ্ছে তা চলমান থাকতে পারে।’
এদিকে ইসরাইলে চলমান নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ ৭০০ দিনে গড়িয়েছে। শুক্রবারও বিক্ষোভে উত্তাল ছিল তেল আবিব। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামাসের হাতে জিম্মি থাকা বাকি ইসরাইলিদের মুক্তি নিশ্চিত করতে হবে বলে সরকারকে আলটিমেটাম দিয়েছে তারা।
টাইমস অব ইসরাইল জানিয়েছে, তেল আবিবের হোস্টেস স্কয়ারে বিশাল আকৃতির একটি ‘এসওএস’ সাইন প্রদর্শন করে রেখেছে বিক্ষোভকারীরা।
কেএন/টিকে