জয়ে বিশ্বকাপ বাছাই শুরু ফ্রান্সের, এস্তোনিয়ার জালে ইতালির গোল উৎসব

জয় দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করলো দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ‘ডি’ গ্রুপের ম্যাচে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে ফরাসিরা। ম্যাচের ১০ মিনিটে ওলিসের গোলে লিড নেয় ফ্রান্স। দ্বিতীয় গোলটি আসে ম্যাচের ৮২ মিনিটে, কিলিয়ান এমবাপ্পের পা থেকে। একরই রাতে ‘আই’ গ্রুপের ম্যাচে এস্তোনিয়ার জালে ৫ গোল দিয়েছে ইতালি।

পুরো ম্যাচেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে খেলেছে ফ্রান্স। ম্যাচের প্রায় ৫৬ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোলের জন্য মোট ১৬টি শট নিয়েছে তারা। তার মধ্যে লক্ষ্যে ছিল ৬টি শট। বিপরীতে ইউক্রেন শট নিয়েছে ৮টি, তার মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ৩টি। 


ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ফ্রান্স এগিয়ে যায় ১০ মিনিটে। বার্কোলার পাস থেক বক্সে ফাঁকা জায়গায় পেয়ে যান ওলিস, বাঁ পায়ের নিচু শটে জালে বল জড়ান তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এই মৌসুমে তার গোল হলো ৫টি। 

এরপর আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে যায় ফ্রান্স। দ্বিতীয়ার্ধের শুরুতে দুয়ের বদলি হিসেবে মাঠে নামেন উসমান দেম্বেলে। ৫৮তম মিনিটে একটি সুযোগও পান এই ফরোয়ার্ড, তবে তার নেয়া শট ঠেকিয়ে দেন ইউক্রেনের গোলরক্ষক।

৬৫তম মিনিটে কোনোমতে গোল হমজ থেকে বেঁচে যায় ফ্রান্স। আর্তেমের হেড গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়াতে যাচ্ছিল, ঠিক সেই সময় হেডে গোললাইন থেকে বল ক্লিয়ার করেন ডিফেন্ডার কোনাতে। 

৮২তম মিনিটে দারুণ গোলে ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপ্পে। মাঝমাঠ থেকে রিয়াল মাদ্রিদ সতীর্থ অহেলিয়া চুয়ামেনির পাস ধরে, সামনে থাকা প্রতিপক্ষের এক ফুটবলারের বাধা এড়িয়ে বক্সে ঢুকে পড়েন এমবাপ্পে। সেখান থেকে নিচু শটে গোল করেন তিনি। 



ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডের তালিকায় দুই নম্বরে থিয়েরি অঁরির পাশে বসলেন এমবাপ্পে, দুজনেরই গোল ৫১টি করে। ৫৭ গোল করে চূড়ায় আছেন অলিভিয়ে জিরুদ। 

একই সময়ে গ্রুপের আরেক ম্যাচে আজারবাইজানকে ৫-০ গোলে হারিয়েছে আইসল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী মঙ্গলবার ঘরের মাঠে আইসল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। একই দিন আজারবাইজানের বিপক্ষে খেলবে ইউক্রেন। 

দিনের আরেক ম্যাচে এস্তোনিয়াকে ৫-০ গোলে হারিয়েছে ইতালি। সবগুলো গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৫৮ মিনিটে গোল উৎসবের শুরুটা করেন ময়েস কেন। ৬৯ মিনিটে রাসপাদোরির পাস থেকে দ্বিতীয় গোলটি করেন রেতেগুই। 

তার দুই মিনিট পরই স্কোর শিটে নাম তোলেন রাসপাদোরি। ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন রেতেগুই। অতিরিক্ত যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রাসপাদোরির অ্যাসিস্ট থেকে দলের পঞ্চম গোলটি করেন বাস্তোনি।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ঋত্বিক-আবীর আঙ্কেল সিনেমার বাবা, ওদের সঙ্গে শুটিং করি! ওরা তো সত্যিকারের বাবা নয়: অনুমেঘা Nov 13, 2025
img
চট্টগ্রামে আওয়ামী লীগ বিরোধী যুবদলের মিছিলে ছাত্রলীগ ও যুবলীগ নেতা! Nov 13, 2025
img
রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে ১০ ককটেল-পেট্রোল বোমা জব্দ Nov 13, 2025
img
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আহত মাদ্রাসা অধিদপ্তরের কর্মকর্তা Nov 13, 2025
img
‘দুই মাস ফোন ব্যবহার করিনি, মানুষের মন্তব্য পড়ি না’ Nov 13, 2025
img
মাদারীপুরে বাস টার্মিনালে ২ টি ককটেল বিস্ফোরণ Nov 13, 2025
img
রাজধানীর পল্লবীর সাগুপ্তা সড়কে বাসে আগুন দিল দুর্বৃত্তরা Nov 13, 2025
img
১ জানুয়ারি নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন জোহরান মামদানি? Nov 13, 2025
img
৮ দলের কর্মসূচি নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট Nov 13, 2025
img
পাকিস্তান ছেড়ে দেশে ফিরতে চান ক্রিকেটাররা, সতর্ক করলো লঙ্কান বোর্ড Nov 13, 2025
img
সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে এনসিপির মশাল মিছিল Nov 13, 2025
img
পিরোজপুরে আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে জামায়াতের মোটরসাইকেল মহড়া Nov 13, 2025
img
নারায়ণগঞ্জে এনসিপির মশাল মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান Nov 13, 2025
img
'স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বের ব্যাপারটা খুব কঠিন তা কিন্তু নয়' Nov 13, 2025
img
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে ইবিতে বিক্ষোভ Nov 13, 2025
মিমি উদযাপন করলেন সহকারী বুল্টির জন্মদিন Nov 13, 2025
img
ইডেন টেস্টের আগে গম্ভীরের কঠোর সিদ্ধান্ত, অনুশীলনের মাঝেই বাদ এক ক্রিকেটার! Nov 13, 2025
img
এশিয়ান আর্চারির ফাইনালে বাংলাদেশের বন্যা ও হিমু Nov 13, 2025
img
বিশ্বকাপ জয় কেড়ে নিয়েছে দীপ্তির স্বাধীনতা! Nov 13, 2025
img
তেজগাঁও রেলস্টেশনে থেমে থাকা ট্রেনে আগুন দিয়ে পালানোর সময় আটক ২ Nov 13, 2025