পূজা মৌসুম ঘিরে এবার দেব ভক্তদের উন্মাদনার শেষ নেই। আসছে ‘রঘু ডাকাত’। আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে দেব অভিনীত বহুল প্রতীক্ষিত এই ছবি। ইতিমধ্যেই টিজার ও প্রথম গান ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে। এবার সেই উন্মাদনা আরও বাড়াতে আসছে মেগা ট্রেলার লঞ্চ অনুষ্ঠান।
আগামী ২০ সেপ্টেম্বর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মুক্তি পাবে ছবির ট্রেলার। এই আয়োজনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন দেব নিজে। প্রযোজক শ্রীকান্ত মোহতার সঙ্গে ঘন ঘন ভেন্যুতে যাচ্ছেন তিনি। শুধু তাই নয়, নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মার সঙ্গেও দেখা করেছেন দেব।
নিজেই জানিয়েছেন দেব- সব নিয়ম ও প্রোটোকল মেনেই হবে অনুষ্ঠান, দর্শকদের নিরাপত্তাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভেন্যু টহল থেকে শুরু করে আয়োজনে যেন কোনো ত্রুটি না থাকে, তার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিচ্ছেন তিনি।
প্রসঙ্গত, এর আগে ‘ধূমকেতু’ ছবির মেগা ট্রেলার লঞ্চও উৎসবে পরিণত করেছিলেন দেব। ছবিটি মুক্তির প্রথম দিনেই ২.১০ কোটি রুপি আয় করে বক্স অফিসে চমক দেখিয়েছিল।
মাত্র ১৫ দিনে কুড়ি কোটি রুপি ব্যবসা করেছিল দেব-শুভশ্রূ জুটি। তাই এবারের ‘রঘু ডাকাত’ মুক্তি নিয়েও প্রত্যাশার পারদ চড়ছে আকাশছোঁয়া।
কেএন/টিএ