দুয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে : আমিনুল হক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, দেশের জনগণ দীর্ঘ ১৫ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। এখন মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। তিনি দৃঢ়ভাবে ঘোষণা দেন- আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ গড়ে তুলে, বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পল্লবীতে পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল-ডেন্টাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, দেশে দুই একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে নির্বাচনকে বানচাল করার জন্য। আমরা তাদেরকে আহ্বান জানাই - ভুল পথে ধাবিত হবেন না। আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। জনগণ যেন ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি, স্থানীয় সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
বর্তমানে আমরা রাজনৈতিক কর্মী, নাগরিক ও আপনাদের এলাকার সন্তান হিসেবে পাশে আছি। কিন্তু অনেক সমস্যা রয়েছে যেগুলো সমাধান করা সরকারের দায়িত্ব। জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে, ইনশাল্লাহ, সব সমস্যার দ্রুত সমাধান হবে।

স্বাস্থ্যসেবা ও শিক্ষার প্রতিশ্রুতি দিয়ে কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে আমিনুল হক জানান, প্রতি মাসেই নিয়মিতভাবে এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। ভবিষ্যতে প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক, মাতৃসদন হাসপাতাল ও সরকারি হাসপাতাল স্থাপন করা হবে। এছাড়া নিম্ন আয়ের মানুষের সন্তানদের জন্য বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।

সামাজিক পরিবর্তন ও কর্মসংস্থান কথা জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের শিক্ষিত বেকার যুবকদের অগ্রাধিকারের ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। খেলাধুলার প্রসার ঘটিয়ে একটি সুস্থ ও যোগ্য জাতি গড়ে তোলার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন আমিনুল হক।

নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি সতর্ক বার্তা দিয়ে বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার গত ১৭ বছর মানুষের উপর যেভাবে প্রভাব বিস্তার করেছে, বিএনপি কোনোদিন তা করবে না। আমি নেতাকর্মীদের বলছি-আপনারা জনগণের সাথে একজন সাধারণ মানুষ হিসেবে মিশবেন, বিএনপি নেতা পরিচয়ে প্রভাব বিস্তার করা যাবে না।

অনুষ্ঠানে পল্লবী ও রূপনগর থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টিএ/

Share this news on:

সর্বশেষ

সৌন্দর্য, প্রতিভা ও চার্ম বলিউড কাঁপানো উত্তরাখণ্ডের ৫ নায়িকা Sep 06, 2025
ছোট পরিসরে গুরুত্বপূর্ণ ঘোষণা তাশরীফ খানের ! Sep 06, 2025
সালমান শাহ: স্বপ্নের নায়ক আজও ভক্তদের হৃদয়ে Sep 06, 2025
আমরা আর নেগেটিভে যেতে চাই না ভাই, শুধু পজিটিভ ভাবতে চাই Sep 06, 2025
মহানবীর (সা.) আদর্শেই বিশ্বশান্তি সম্ভব: ড. ইউনূস Sep 06, 2025
"ইশতিহার ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী মাঠে জাবি ছাত্রদল" Sep 06, 2025
img
পিআরের দাবি অবাস্তব: খসরু Sep 06, 2025
img
পর্দায় প্রেমিকার অভিনয় দেখে আবেগপ্রবণ হৃতিক Sep 06, 2025
img
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ‘যুদ্ধ মন্ত্রণালয়’ করল ট্রাম্প! Sep 06, 2025
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের এখনও ‘বেশ ইতিবাচক’ সম্পর্ক রয়েছে: মোদি Sep 06, 2025
img
ড. মুহাম্মদ ইউনূস দেশটাকে মবের রাজত্ব বানিয়েছেন : প্রিন্স Sep 06, 2025
img
লন্ডনে বিবিসির সাবেক সদরদপ্তরে আগুন, কাজ করছে ১০০ দমকলকর্মী Sep 06, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ Sep 06, 2025
যে ৬ নারী প্রার্থী সামনে নিয়ে শিবির লড়বে জাহাঙ্গীরে! Sep 06, 2025
img
রেকর্ড নয় বরং ফ্রান্সের হয়ে ম্যাচ ও শিরোপা জিততে চান এমবাপ্পে Sep 06, 2025
আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক’ Sep 06, 2025
নির্বাচনের খেলা নয়, আ. লীগের ফেরার মিশন! Sep 06, 2025
আজকে যারা পুটিমাছের মতো লাফাচ্ছে তাদের বিচার অব্যশই হবে Sep 06, 2025
img
ব্যাংকের মূলধন ১০ শতাংশের নিচে হলে কোনো কর্মকর্তা বোনাস পাবেন না : গভর্নর Sep 06, 2025
img
কষ্ট করে আপনারা মিছিল করবেন না, হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে : মোস্তফা জামান Sep 06, 2025