প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে মবের রাজত্ব বানিয়ে বিবৃতিবাজ সরকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সিপিবির ঝিনাইদহ একাদশ জেলা সম্মেলনের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এ সম্মেলনের আয়োজন করে সিপিবির জেলা কমিটি।
রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘ড. ইউনূস মব সন্ত্রাস দমন করতে পারেন নাই, তিনি মব সন্ত্রাসীদের প্রশ্রয়দাতা হয়েছেন। যারা ক্রিমিনাল, তাদের প্রতিহত করতে পারেননি। তিনি বিবৃতিবাজ সরকারে পরিণত হয়েছেন।’
তিনি বলেন, ‘এটা (মব) আমরা চাই না। অতএব, ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার এই সরকারের নেই। তাই দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনি আপনার কাজে ফিরে যান।’
প্রিন্স আরো বলেন, ‘আগের ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল তারা মুক্তি আনতে পারে নাই, তারা ফেল করেছে। আর এই এক বছরের অন্তর্বর্তীকালীন সরকার ৩৩ মার্কস পেয়েও পাস করে নাই। তিনি মব সন্ত্রাসীদের প্রশ্রয়দাতা হয়েছেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে।’
সিপিবির এই নেতা বলেন, ‘আমাদের আন্দোলন ছিল আমরা আমাদের ভোটাধিকার, গণতন্ত্র, অধিকার প্রতিষ্ঠা করবো এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়বো। কিন্তু আজ এক বছর এক মাসের মাথায় এসে আমাকে খুব ক্ষোভের সঙ্গে বলতে হচ্ছে, ড. ইউনূস সরকার (অন্তর্বর্তীকালীন সরকার) তিনি যে ক্ষমতায় আছেন, মানুষের মর্যাদা কি রক্ষা করছেন? রক্ষা তো করছেন না, এমনকি কবরেও শান্তি নাই। কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলে আর ইউনূস সাহেব বিবৃতি দেয়, নিন্দা করে। আমি তাকে তীব্র ঘৃণা জানাই।’
ঝিনাইদহ জেলা সিপিবির একাদশ সম্মেলনে উদ্বোধন ঘোষণা করেন কমিউনিস্ট পার্টির প্রবীণ নেতা কমরেড আবু কালাম আজাদ। জেলা কমিটির সভাপতি কমরেড রবিউল আলম খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড স্বপন বাগচী, সহকারী সাধারণ সম্পাদক কমরেড আবু তোয়াব অপু, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড কাজী ফারুক, জেলা কমিটির সদস্য কমরেড সুজন বিপ্লব, কমরেড তোফাজ্জেল হোসেন লস্কর প্রমুখ।
এমআর/টিকে