স্টার ফেয়ার ফ্যাশন ফ্রিকোয়েন্সি অনুষ্ঠানে আজীবন সম্মাননা পেলেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। সম্মাননা পেয়ে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিনি।
চট্টগ্রামে রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হয় স্টার ফেয়ার ফ্যাশন ফ্রিকোয়েন্সি অনুষ্ঠান। এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এক ঝাঁক তারকা। সে অনুষ্ঠানে পুরস্কৃত হয়ে মঞ্চে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন অভিনেত্রী। দিলারা বলেন,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর এ চট্টগ্রামে অনেক স্মৃতি রয়েছে আমার। পাশে দাঁড়িয়ে থাকা ওসমান গনি ভাই একদিন কাঁদতে কাঁদতে বের হয়েছিলেন বিশ্ববিদ্যালয় থেকে। যুদ্ধের পর সংস্কৃতি জগতকে এগিয়ে নেয়ার জন্য এক শিল্পীর বাসায় গিয়েছিলেন গনি ভাই। তাকে শুনতে হয়েছিল, এ আজে বাজে কাজে আমার ছেলের বউ যায় না। তখন চোখ দিয়ে পানি গড়িয়ে পড়েছিল।
দিলারা জামান আরও বলেন,
আমি কি খারাপ মেয়ে মানুষ? ৮৪ বছর বয়সেও আমাকে শুনতে হয়, আর কত, এবার অভিনয় ছাড়েন!
একটু আবেগী হয়েই এ অভিনেত্রী বলেন,
বিদেশে আমি আমার মেয়েদের ছেড়ে চলে এসেছি। আমার দেশের টানে, মানুষদের টানে। আপনাদের ভালোবাসার টানে। আজ সে ভালোবাসা পূর্ণতা পেয়েছে। আল্লাহ আমাকে যে গুণটুকু দিয়েছে সে গুণ দিয়ে আমি মানুষের মনে আনন্দ দেই। তাই আজ আমার জীবনের বিশেষ দিন আমি বলবো। অসুন্দরের বিরুদ্ধে সুন্দরের জয়। আপনাদের ভালোবাসায় আমি চিরকৃতজ্ঞ।
ইএ/টিকে