৬ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

প্রবাদে আছে—‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা অতীত আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এই সময়টাতে ঘটে চলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা দরকার।

শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৬৫৭ - মোগল সম্রাট শাহজাহান আকস্মিক অসুস্থ হয়ে পড়লে সিংহাসন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
৬ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি
১৭১৬ - বোস্টনে প্রথম বাতিঘর স্থাপিত হয়।
১৭৭৮ - হুগলীতে প্রথম বাংলা ছাপাখানা স্থাপন।
১৮৭৯ - লন্ডনে ব্রিটেনের প্রথম টেলিফোন এক্সচেঞ্জ স্থাপিত হয়।
১৮৮০ - ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু।
১৯০৫ - আটলান্টা জীবন বিমা কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
১৯০৮ - কলকাতায় সর্বপ্রথম কলকাতা গাণিতিক সমিতি গঠিত হয়।
১৯৬৫ - প্রথম পাক-ভারত যুদ্ধ শুরু হয়।
১৯৬৮ - দক্ষিণ আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ড ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৯৮ - বঙ্গবন্ধুকে ডায়াবেটিক সোসাইটির মরণোত্তর স্বর্ণপদক প্রদান, প্রথমবারের মতো স্বর্ণপদক প্রদান শুরু।

জন্ম

১৭৬৬ - জন ডাল্টন, একজন ইংরেজ রসায়নবিদ, স্কুলশিক্ষক, আবহাওয়া বিজ্ঞানী ও পদার্থবিদ।
১৮০৮ - আব্দুল কাদের আল জাজায়িরি, আল জেরিয়ার জিহাদ লড়াই করার একজন মুজাহিদ।
১৮৬০ - জেন অ্যাডামস, একজন সমাজ সংগঠক, অধ্যাপক, বুদ্ধিজীবী ও লেখক।
১৮৭৬ - জন জেমস রিকার্ড ম্যাক্লিয়ড, স্কটিশ প্রাণরসায়নবিদ এবং শরীরতত্ত্ববিদ।
১৮৮৯ - শরৎচন্দ্র বসু , বাঙালি জাতীয়তাবাদী, পেশায় ব্যারিস্টার এবং ভারতের স্বাধীনতা কর্মী।
১৮৯২ - অ্যাডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন, একজন ইংরেজ পদার্থবিজ্ঞানী ও নোবেল পুরস্কার বিজয়ী।
১৯০৬ - লুইস ফেদেরিকো লেলইর, আর্জেন্টিনীয় চিকিৎসক ও জৈবরসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯১৩ - লিওনিদাস, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।
১৯১৭ - বাসন্তী দুলাল নাগচৌধুরী, ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী,ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা ও পারমাণবিক পদার্থবিজ্ঞানের অন্যতম পথিকৃৎ।
১৯১৭ - জর্জ মান, ইংরেজ ক্রিকেটার।
১৯১৮ - জগন্ময় মিত্র,ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী।
১৯২০ - শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কবি,কথাসাহিত্যিক ও নাট্যকার ।
১৯৩৭ - শঙ্কর রায়চৌধুরী, ভারতীয় সেনাবাহিনীর প্রধান কর্মকর্তা।
১৯৩৯ - সুসুমু তোনেগাওয়া, একজন জাপানি বংশাণুবিজ্ঞানী, আণবিক জীববিজ্ঞানী, অনাক্রম্যবিজ্ঞানী ও স্নায়ুবিজ্ঞানী।
১৯৪২ - রিচার্ড হাটন, ইংরেজ ক্রিকেটার।
১৯৪৩ - রিচার্ড জে. রবার্টস, একজন ব্রিটিশ প্রাণরসায়নবিদ এবং আণবিক জীববিজ্ঞানী।
১৯৪৩ - রজার ওয়াটার্স, একজন ব্রিটিশ সঙ্গীতঙ্গ, গায়ক, গীতিকার এবং বহু-বাদ্যযন্ত্রী।
১৯৪৯ - রাকেশ রোশন, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও চিত্র সম্পাদক।
১৯৫৭ - আলি দিভান্দারি, একজন ইরানি কার্টুনিস্ট, চিত্রশিল্পী, গ্রাফিক ডিজাইনার, ভাস্কর্যশিল্পী, এবং ফটোগ্রাফার।
১৯৬৪ - রোজি পেরেজ, মার্কিন অভিনেত্রী, সমাজকর্মী, আলাপচারিতা অনুষ্ঠান সঞ্চালক, লেখিকা, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক।
১৯৬৮ - সাঈদ আনোয়ার, পাকিস্তানি ক্রিকেটার।
১৯৭২ - ইদ্রিস এলবা, ইংরেজ অভিনেতা, প্রযোজক, সঙ্গীতজ্ঞ ও ডিজে।
১৯৭৪ - টিম হেনম্যান, একজন অবসরপ্রাপ্ত পেশাদার ব্রিটিশ টেনিস খেলোয়াড়।
১৯৭৬ - নাওমি হ্যারিস, ইংরেজ অভিনেত্রী।
১৯৭৮ - হোমারে সাওয়া, জাপানের শীর্ষস্থানীয় ও অত্যন্ত জনপ্রিয় প্রমিলা ফুটবল খেলোয়াড়।
১৯৮৩ - ব্রোন স্ট্রোম্যান, আমেরিকান কুস্তিগীর ও শক্তিশালী ব্যক্তি।
১৯৯৫ - মুস্তাফিজুর রহমান, বাংলাদেশি ক্রিকেটার।
২০০১ - ফ্রেয়া অ্যালান, ইংরেজ অভিনেত্রী।
২০০২ - অ্যাশার এঞ্জেল, আমেরিকান অভিনেতা।

মৃত্যু

১৫৬৬ - সুলতান সুলাইমান, ছিলেন উসমানীয় সাম্রাজ্যের দশম ও সবচেয়ে দীর্ঘকালব্যাপী শাসনরত প্রভাবশালী সুলতান।
১৮৮৫ - নার্সিস মন্টারিওল ই এস্টারিওল, একজন স্প্যানিশ বুদ্ধিজীবী, শিল্পী এবং প্রকৌশলী।
১৯০৭ - সুলি প্রুদোম, ফরাসি সাহিত্যিক।
১৯৫৯ - এডমুন্ড গোয়েন, ইংরেজ অভিনেতা।
১৯৫৯ - কে কেন্ডল; একজন ইংরেজ অভিনেত্রী ও কৌতুকাভিনেত্রী।
১৯৬৬ - মার্গারেট স্যাঙ্গার, একজন মার্কিন জন্ম নিরোধক কর্মী, যৌন শিক্ষক, লেখিকা এবং সেবিকা।
১৯৬৬ - হেনড্রিক ভরবের্ড, দক্ষিণ আফ্রিকার রাজনীতিবিদ, সমাজবিজ্ঞানী এবং সাংবাদিক ছিলেন।
১৯৬৯ - আর্তুর ফ্রিডেনরাইখ, একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন।
১৯৭২ - উস্তাদ আলাউদ্দিন খাঁ, প্রখ্যাত বাঙালি সেতার ও সানাই বাদক হিসাবে পরিচিত সঙ্গীতজ্ঞ।
১৯৭৮ - আডল্‌ফ ডাসলার, জার্মানির বিশ্ববিখ্যাত ক্রীড়া সরঞ্জাম কোম্পানি আডিডাসের প্রতিষ্ঠাতা ছিলেন।
১৯৮২ - অনিলেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় খ্যাতনামা গণিতের অধ্যাপক ও কলকাতা বিশ্ববিদ‍্যালয়ের প্রথম এমিনেন্ট টিচার অ্যাওয়ার্ড প্রাপক। নোবেলজয়ী বিজ্ঞানী আবদুস সালামের শিক্ষক।
১৯৮৯ - মোহাম্মদ ইব্রাহিম (চিকিৎসক), বাংলাদেশি চিকিৎসক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা।
১৯৯০ - লেন হাটন, ইংরেজ ক্রিকেটার।
১৯৯৬ - সালমান শাহ, বাংলাদেশি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।
১৯৯৭ - পি.এইচ. নিউবি, ইংরেজ ঔপন্যাসিক ও বিবিসির ব্যবস্থাপনা পরিচালক।
১৯৯৮ - আকিরা কুরোসাওয়া, জাপানি চলচ্চিত্র পরিচালক।
২০১১ - মাইকেল এস হার্ট, ছিলেন আমেরিকান লেখক, গুটেনবার্গ প্রকল্পের প্রতিষ্ঠাতা।
২০১৭ - কেইট মিলেট, মার্কিন নারীবাদী লেখক ও সমাজকর্মী।
২০১৭ - লতফি জাদেহ, ইরানি ও আজারবাইজানি বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
২০১৮ - বার্ট রেনল্ডস, আমেরিকান অভিনেতা, পরিচালক এবং প্রযোজক।
২০১৯ - রবার্ট মুগাবে, জিম্বাবুয়ের রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাসীন ছিলেন।

কেএন/টিএ

Share this news on:

সর্বশেষ

img

ডা. তাহের

দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে চবির সাবেক শিক্ষার্থীদের Sep 06, 2025
img
এক্সরে করে যুবকের পেটে মিলল বিপুল ইয়াবা Sep 06, 2025
img
‘রঘু ডাকাত’ সিনেমার ট্রেলার মুক্তি আগেই আচমকা পুলিশ কমিশনারের শরণাপন্ন দেব! Sep 06, 2025
img
বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের সুযোগ-সুবিধা আমার দেখা সেরা : পাইবাস Sep 06, 2025
img
জোকোভিচকে হারিয়ে ফাইনালে পৌঁছালেন আলকারাজ Sep 06, 2025
img
এই রকম গালি শুনব তা কল্পনাও করিনি : নিলোফার মনি Sep 06, 2025
img
শাহীন আফ্রিদির চোখে সবচেয়ে কঠিন ব্যাটসম্যান কে? Sep 06, 2025
img

জিল্লুর রহমান

রাজনীতিতে নতুন নাটকীয় অস্থিরতা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি Sep 06, 2025
img
ইয়েমেনের বিপক্ষে জয় নিশ্চিত করতে মরিয়া মোরসালিনরা Sep 06, 2025
img
হোয়াটসঅ্যাপে নতুন এআই ফিচার, মেসেজ লেখায় বানানও ঠিক হবে! Sep 06, 2025
img
ড. ইউনূসের কার্যকাল আর কতদিন, প্রশ্ন তুললেন গোলাম মাওলা রনির Sep 06, 2025
img
মির্জা ফখরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পাকিস্তানের নতুন হাইকমিশনারের Sep 06, 2025
img
রক্তের বদলে হলেও ষড়যন্ত্রকে ভেদ করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবো: আযম খান Sep 06, 2025
img
অন্তর্বর্তী সরকার কি সুষ্ঠু নির্বাচন করতে চায়, প্রশ্ন তুললেন কনক সরওয়ার Sep 06, 2025
img
দ্রুত নির্বাচনের দাবি, বিক্ষোভে উত্তাল সার্বিয়া Sep 06, 2025
img
জাতিসংঘের অধিবেশনে যোগ দিচ্ছেন না নরেন্দ্র মোদি! Sep 06, 2025
img
বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ২৭তম Sep 06, 2025
img
‘বাঘি ৪’-এর ২৩টি দৃশ্য কেটে দিল সেন্সর বোর্ড Sep 06, 2025
img
শিবিরের জিএস প্রার্থী ফরহাদের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ Sep 06, 2025
img
রাজবাড়ীতে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি ৩৫০০ Sep 06, 2025