টলিউডের অন্যতম প্রতিভাবান ও জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার, যিনি তাঁর সাবলীল অভিনয় এবং স্পষ্টবাদী স্বভাবের জন্য পরিচিত, সম্প্রতি বন্ধুত্ব এবং জীবনের একাকিত্ব নিয়ে এক গভীর অনুভূতির কথা শেয়ার করেছেন। তিনি মনে করেন, মানুষ একা আসলেও, বেঁচে থাকার জন্য একজন বিশ্বস্ত সঙ্গীর প্রয়োজন।
সোহিনী বলেন, "আমরা একা এসেছি, একা যাব। কিন্তু একা তো থাকতে পারব না।"
তবে তিনি কেমন বন্ধু চান? তিনি স্পষ্ট করে বলেন, "একটা সৎ বন্ধু দরকার-যে আমার সাদাকে সাদা, কালোকে কালো বলবে। কিন্তু ছেড়ে চলে যাবে না।"
অর্থাৎ, তিনি এমন কোনো তোষামোদকারী সঙ্গী চান না যিনি কেবল প্রশংসা করবেন। তিনি চান এমন একজন মানুষকে, যিনি তাঁর ভুল ধরিয়ে দেবেন, সমালোচনা করবেন, কিন্তু কঠিন সময়ে হাতটা ছেড়ে যাবেন না। সম্পর্কের মধ্যে এই স্বচ্ছতা এবং সততাকেই তিনি আসল ভিত্তি বলে মনে করেন। তাঁর এই বার্তা আধুনিক অস্থির সম্পর্কের ভিড়ে এক দারুণ শিক্ষা।
কেএন/টিএ