আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না পাকিস্তান। উদ্বোধনী অনুষ্ঠানটি ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটির সংবাদমাধ্যম জিও সুপারের সূত্রে এই তথ্য জানা গেছে।
নিয়ম অনুযায়ী, সব দলের অধিনায়করা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ট্রফি গ্রহণ, যৌথ সংবাদ সম্মেলন ও ফটোশুটে অংশ নেন। তবে পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা বা কোনো প্রতিনিধি ভারত সফরে যাবেন না।
পাকিস্তানের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে “ফিউশন ফর্মুলা”, যা অনুযায়ী ২০২৫ সালের পুরুষ চ্যাম্পিয়নস ট্রফি থেকে শুরু করে আগামী তিন বছরে ভারত ও পাকিস্তান একে অপরের আইসিসি টুর্নামেন্টে সফর করবে না।
ফলে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলোম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে।
এছাড়া, সেমিফাইনাল (২৯ অক্টোবর) ও ফাইনাল (২ নভেম্বর) ম্যাচও কলোম্বোতে অনুষ্ঠিত হবে, যদি পাকিস্তান সেমিফাইনাল ও ফাইনালে পৌঁছায়। পাকিস্তান দল ২ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে তাদের অভিযান শুরু করবে।
এসএস/টিএ