ইউনিমার্ট সুপার শপে শুরু হয়েছে জমজমাট ইলিশ উৎসব। বাঙালির প্রিয় এই মাছের স্বাদ সবার কাছে পৌঁছে দিতে ইউনিমার্ট তাদের সবগুলো আউটলেটে নিয়ে এসেছে দেশের সেরা ইলিশের সম্ভার।
পদ্মা, বরিশাল, চাঁদপুর এবং চট্টগ্রামের নদী ও সাগর থেকে সরাসরি সংগ্রহ করা ইলিশের সম্ভার সাজিয়ে রাখা হয়েছে ইউনিমার্টে।
উৎসবের সময় ক্রেতারা পাচ্ছেন বিভিন্ন আকারের ইলিশ কেনার দারুণ সুযোগ। ৯০০ গ্রাম থেকে শুরু করে দেড় কেজি বা তারও বেশি ওজনের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে এই উৎসবে।
বিশেষ করে, ইলিশের দাম নিয়ে ক্রেতাদের মনে যে দ্বিধা থাকে, তা দূর করতে ইউনিমার্ট দিচ্ছে বিশেষ মূল্যছাড়। এছাড়াও রয়েছে আকর্ষণীয় অফার। ইলিশেপের রেসিপি যেমন, সরষে ও তেল সঙ্গে দেয়া হচ্ছে।
ইউনিমার্ট কর্তৃপক্ষ জানিয়েছে, "আমরা সবসময় আমাদের ক্রেতাদের মানসম্মত পণ্য দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ইলিশ উৎসবে আমরা নিশ্চিত করছি যেন প্রতিটি ইলিশ হয় তাজা এবং সেরা মানের। আমরা চাই ঢাকাবাসী যেন সাশ্রয়ী মূল্যে তাদের পছন্দের ইলিশের স্বাদ উপভোগ করতে পারে।"
সপ্তাহব্যাপী চলা এই ইলিশ উৎসব আরো কিছুদিন অব্যাহত থাকবে - বলে জানিয়েছে ইউনিমার্ট কর্তৃপক্ষ।
গুলশান ১ ইউনিমার্ট ম্যানেজার জামিল আহমেদ জানান, ইলিশের মেলাটা আমাদের সিগনেচার সেগমেন্ট হিসেবে কাউন্ট করি। আমরা দশ দিনের জন্য এটা করি। আমাদের ক্রেতারা ব্যাপক উৎসাহ নিয়ে ইলিশ কিনতে আসেন। এখন পর্যন্ত এখানে পদ্মার ইলিশের চাহিদা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
টিএ/