ধ্বংসস্তূপে চাপা মরদেহ, ক্ষুধায় মৃত্যু- গাজায় মৃত্যুমিছিল থামছে না

ইসরায়েলের নিরলস হামলা, অবরোধ আর দুর্ভিক্ষে গাজায় প্রতিদিন প্রাণহানির ঘটনা ঘটছেই। গাজায় ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণে একদিনে কমপক্ষে আরও ৬৮ জন নিহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬৪ হাজারেরও বেশি মানুষ। মানবিক সহায়তা নিতে গিয়েও প্রাণ হারাচ্ছেন বহু ফিলিস্তিনি। রোববার (৭ সেপ্টেস্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, গাজায় ইসরায়েলের নিরলস হামলায় নিহতের সংখ্যা ৬৪ হাজার ৪০০ জনের কাছাকাছি পৌঁছেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৩৬৮ জনে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে আরও ৬৮ জনের মরদেহ আনা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন ৩৬২ জন। এতে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৬২ হাজার ৩৬৭ জনে।

বিবৃতিতে আরও বলা হয়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন, যাদের উদ্ধার করতে পারছেন না উদ্ধারকর্মীরা।

এদিকে গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ২৩ ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১৪৩ জন আহত হয়েছেন। চলতি বছরের মে মাসের ২৭ তারিখ থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৮৫ এবং আহত হয়েছেন ১৭ হাজার ৫৭৭ জনের বেশি মানুষ।

মন্ত্রণালয়ের তথ্যে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে আরও ৬ ফিলিস্তিনি মারা গেছেন, তাদের মধ্যে একজন শিশু। এতে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮২ জনে, যার মধ্যে ১৩৫ শিশু।

গত ২ মার্চ থেকে গাজার সব সীমান্ত ক্রসিং পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে ২৪ লাখ মানুষের এই ভূখণ্ড এখন ভয়াবহ দুর্ভিক্ষের মুখে। জাতিসংঘের সহায়তায় পরিচালিত খাদ্য নিরাপত্তা জরিপে ইতোমধ্যেই গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ নিশ্চিত হওয়া গেছে। সংস্থাটি আশঙ্কা করছে, চলতি মাসের শেষ নাগাদ এ দুর্ভিক্ষ আরও দক্ষিণে ছড়িয়ে পড়বে।

এছাড়া গত ১৮ মার্চ থেকে ইসরায়েল নতুন করে গাজায় হামলা শুরু করেছে। এ হামলায় এখন পর্যন্ত ১১ হাজার ৮২৮ জন নিহত এবং ৫০ হাজার ৩২৬ জন আহত হয়েছেন। এতে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যত ভেঙে গেছে।

এদিকে শুক্রবার গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ৭০০তম দিনে প্রবেশ করেছে। দীর্ঘ এ হামলায় গোটা ভূখণ্ড বিপর্যস্ত হয়ে পড়েছে এবং ভয়াবহ দুর্ভিক্ষে পড়েছে মানুষ।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া গাজায় যুদ্ধ চালানোর দায়ে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
গাজা থেকে ইসরাইলে রকেট হামলা Sep 07, 2025
img
ডাকসুর ভোটে ব্যালট বিপ্লব ঘটাবে শিক্ষার্থীরা: সাদিক কায়েম Sep 07, 2025
img
১০০টা মেয়েকে জিজ্ঞেস করেন, সবাই বলবে বট আইডি মানে শিবিরের আইডি : মেঘলা Sep 07, 2025
img
হাটহাজারী মাদ্রাসায় হামলায় জামায়াতের নিন্দা Sep 07, 2025
img
ডিএসসিসির নগর ভবনে দুদকের অভিযান Sep 07, 2025
img

ডাকসু নির্বাচন ২০২৫

আচরণবিধি ভঙ্গের অভিযোগে আলোচনায় ভিপি প্রার্থী উমামা ফাতেমা Sep 07, 2025
img
তৌহিদি জনতাকে যারা উসকে দিয়েছে তারাই আসল কালপ্রিট : মাসুদ কামাল Sep 07, 2025
img
আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা Sep 07, 2025
img
কোহলি ও সূর্যকুমারের রেকর্ড ভাঙলেন সিকান্দার রাজা Sep 07, 2025
img
সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ Sep 07, 2025
img
রাতভর ইউক্রেন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, অন্তঃসত্ত্বা নারীসহ হতাহত ২১ Sep 07, 2025
img
প্রথম আড়াই ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে লেনদেন ৮৩৭ কোটি টাকা Sep 07, 2025
img
বিসিবির আগে বিসিসিআইতে নির্বাচন Sep 07, 2025
img
আন্তর্জাতিক সেল গঠন এনসিপির Sep 07, 2025
img
বোরকা পরা নারীদের পরাধীন বলা ও কলাবাদুড়ের সাথে তুলনা করা মহিউদ্দিন ভোট চাইলেন আবিদের জন্য Sep 07, 2025
img
কাউকে জবাব দেয়ার কিছু নেই: জাকের আলী Sep 07, 2025
img
১৪, ১৮ ও ২৪’র নির্বাচন মাথা থেকে মুছে ফেলতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Sep 07, 2025
img
আব্দুল কাদের কখনো সমীকরণে থাকে না: নাহিদ ইসলাম Sep 07, 2025
img
এবার সারজিস আলমকে নিয়ে জয়ের ফেসবুক পোস্ট Sep 07, 2025
img
এমন পৃথিবীর আকাঙ্খা থাকে যেখানে আমরা বাঁচতে চাই: অমর্ত্য সেন Sep 07, 2025