ডাকসু নির্বাচন ২০২৫

আচরণবিধি ভঙ্গের অভিযোগে আলোচনায় ভিপি প্রার্থী উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা ও তার প্যানেলের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, নির্বাচনী আচরণবিধির বিধিনিষেধ অমান্য করে তার প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম ‘বিজ্ঞান আড্ডা’ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করেছে এবং প্রচারণার সময়সীমা শেষ হওয়ার পরও হলে প্রচারণা চালানো হয়েছে।

গত ৩০ আগস্ট ফলিত রচনা কেমিকৌশল বিভাগে ম্যাটেরিয়ালস রিসার্চ সোসাইটির (এমআরএস) একটি অনুষ্ঠানে অর্থায়ন করে বিজ্ঞান আড্ডা। এরপর ১ সেপ্টেম্বর প্রাণিবিদ্যা বিভাগে ‘আর’ প্রোগ্রামিং কোর্সও আয়োজন করে এ প্ল্যাটফর্ম। বিজ্ঞান আড্ডার প্রতিষ্ঠাতা ও সংগঠক উমামা ফাতেমা বর্তমানে ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া প্ল্যাটফর্মটির সহ-প্রতিষ্ঠাতা মমিনুল ইসলাম বিধান ও সিয়াম ফেরদৌস ইমনও তার প্যানেলে যথাক্রমে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।



তবে নির্বাচন কমিশনের আগের নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছিল, আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত কোনো প্রার্থী বা পক্ষ বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো ধরনের সেবামূলক কাজ, অর্থ বিতরণ, আপ্যায়ন বা অনুরূপ কার্যক্রম চালাতে পারবে না। এসব কর্মকাণ্ডকে আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে।

অভিযোগের বিষয়ে উমামা ফাতেমা বলেন, ৩১ আগস্টের এমআরএস প্রোগ্রামটি তাদের উদ্যোগেই আয়োজিত হয়েছিল, বিজ্ঞান আড্ডা কেবল আর্থিক সহায়তা দিয়েছে। এটি ছিল পূর্বনির্ধারিত এবং ডাকসুর তফসিল ঘোষণার আগেই পরিকল্পনা করা হয়েছিল। তবে ১ সেপ্টেম্বরের ‘আর প্রোগ্রামিং’ কোর্স সম্পর্কে তিনি দাবি করেন, তিনি বিষয়টি জানতেন না, সেটি আয়োজন করেছেন গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী সিয়াম ফেরদৌস ইমন।

এদিকে, প্রচারণার সময়সীমা ভঙ্গের অভিযোগও উঠেছে উমামা ফাতেমার বিরুদ্ধে। ডাকসুর আচরণবিধি অনুযায়ী রাত ১১টার পর কোনো ধরনের প্রচারণা চালানো নিষিদ্ধ থাকলেও শনিবার রাত ১২টার পর নিজের হলে প্রচারণা চালান তিনি বলে অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিকদের হাতে থাকা ফুটেজ ও ছবিতে দেখা যায়, তিনি নারী শিক্ষার্থীদের কক্ষে কক্ষে গিয়ে ভোট চান। এর আগে রাত ১টার পর রোকেয়া হলে অবস্থান ও প্রচারণার অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে তিনি সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেছিলেন।



এ প্রসঙ্গে উমামা ফাতেমা বলেন, তিনি হলে প্রবেশের আগে শিক্ষার্থীদের অনুমতি নিয়েই প্রচারণা করেছেন। তার দাবি, “আর মাত্র একদিন বাকি থাকায় আমি কোনো অনধিকার চর্চা করিনি।”

ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “এ বিষয়ে আমাদের কাছে এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

টিকে/

Share this news on:

সর্বশেষ

img

ছাত্রদল মনোনীত প্যানেলের শপথ

‘গণরুম-গেস্টরুমের অপসংস্কৃতি ফিরতে দেবো না’ Sep 07, 2025
img
শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই: কাদের সিদ্দিকী Sep 07, 2025
img
দেশে এসেছেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা! Sep 07, 2025
img
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষী ছিলেন বদরুদ্দীন উমর Sep 07, 2025
img
আজকে দেশে থাকলে আমাকে ভিক্ষা করে খেতে হতো : আহমেদ শরীফ Sep 07, 2025
img

ইনকিলাব মঞ্চের মুখপাত্র

জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে Sep 07, 2025
img
প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় Sep 07, 2025
"শপথ করছি, কাউকে জোর করে রাজনীতিতে আনা হবে না" Sep 07, 2025
img
বদরুদ্দীন উমর আমৃত্যু জনগণের স্বার্থে রাজনীতি করে গেছেন : মির্জা ফখরুল Sep 07, 2025
বাণিজ্য উত্তেজনার মধ্যেই ট্রাম্প-জিনপিং বৈঠকের সম্ভাবনা Sep 07, 2025
ট্রাম্পকে বিদায়ের দাবিতে ওয়াশিংটনের রাস্তায় হাজারো বিক্ষোভকারী Sep 07, 2025
img

অনাবাসিক শিক্ষার্থীদের মেঘমল্লার বসু

'যাকে খুশি ভোট দিন, তবে প্লিজ ভোট দিতে আসুন' Sep 07, 2025
img

বিবৃতিতে তারেক রহমান

‘বদরুদ্দীন উমর ছিলেন এদেশের স্বাধীন বিবেকের এক প্রতীক’ Sep 07, 2025
img
জন্মদিনে ভাগ্নি সৃষ্টিকে ‘মা’ বলে রাজ চক্রবর্তীর আবেগঘন পোস্ট Sep 07, 2025
img
এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাকিব! Sep 07, 2025
img
ভালোবাসার ধাক্কাই মানুষকে সামনে এগিয়ে দেয়: ইভানা Sep 07, 2025
img
শিক্ষার্থীদের টিকটক করতে বাধ্য করায় শ্যামলী ও ট্রমা নার্সিং কলেজের অনুমোদন স্থগিত Sep 07, 2025
img
ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক হচ্ছেন গিল! Sep 07, 2025
img
পোলার্ডের রেকর্ড ফিফটির পরও হারলো তার দল Sep 07, 2025
img
নির্বাচন ঘিরে দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে: ইসি আনোয়ারুল ইসলাম Sep 07, 2025