কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান ও মুক্তিযোদ্ধা সমাবেশের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগকে ভিত্তিহীন।
টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায় হামলা-ভাঙচুরের পর নিজ বাসভবনে প্রেস ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, আমি আওয়ামী লীগ করিনা। শেখ হাসিনা আওয়ামী লীগের সাথে আমার মতের কোনো মিল নেই। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, মুক্তি যোদ্ধাদের ভালোবাসি, আমি মুক্তিযোদ্ধাদের নিরাপদ করতে চাই।
তিনি বলেন, বাংলাদেশ সরকার আমাকে মুক্তিযুদ্ধের অবদানের জন্য সর্বোচ্চ খেতাব দিয়েছে, সম্মান দিয়েছে। আমি দেশের একমাত্র খেতাবপ্রাপ্ত।আমার বাড়ি নিরাপদ নাই। তাহলে সাধারণ মানুষের বাড়ি কীভাবে নিরাপদ থাকে।
এ সময় তার বড় ভাই লতিফ সিদ্দিকীসহ ৭১ মঞ্চের আলোচকদেরকে গ্রেফতারের তীব্র সমালোচনাও করেন তিনি।
এর আগে, শনিবার দিবাগত রাতে টাঙ্গাইল শহরের জেলা সদর সড়কের কাদের সিদ্দিকীর বাসা সোনার বাংলায় হামলা করে গাড়ি ও বাসার জানালার গ্লাস ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা করে একদল দুর্বৃত্ত।
এমআর/এসএন