নতুন বছরের শুরুতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন বিশ্বখ্যাত ব্রিটিশ গায়ক এড শিরান। তার ‘লুপ ট্যুর’ স্টেডিয়াম সফর আগামী ১৬ জানুয়ারি শুরু হবে অকল্যান্ডের গো মিডিয়া স্টেডিয়াম থেকে। সফরটি নিউজিল্যান্ডের বিভিন্ন শহর ঘুরে অস্ট্রেলিয়ার প্রধান শহরগুলোতে অনুষ্ঠিত হবে।
উচ্চ চাহিদার কারণে এখন অস্ট্রেলিয়ার পার্থ, সিডনি, ব্রিসবেন ও মেলবোর্নে অতিরিক্ত কনসার্ট সংযোজন করা হয়েছে। পার্থের অপটাস স্টেডিয়ামে একটি অতিরিক্ত প্রদর্শনী হবে, পাশাপাশি সিডনি, ব্রিসবেন ও মেলবোর্নে তৃতীয় কনসার্ট যুক্ত হয়েছে। দুই দেশের মোট প্রদর্শনীর সংখ্যা এখন ১৫।
সংগীতপ্রেমীরা আগ্রহের সঙ্গে এড শিরানের মঞ্চপ্রদর্শনীর অপেক্ষা করছেন। তার জাদুকরী কণ্ঠ ও অনন্য সঙ্গীত পরিবেশন শোবিশ্বের ভক্তদের কাছে একটি বড় আকর্ষণ হিসেবে পরিচিত।
এমকে/এসএন