স্কটিশ গায়ক লুইস কাপাল্ডি বছরের শেষে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এলোড় অনুষ্ঠানে ফিরছেন। পাঁচ বছরের দীর্ঘ সময়ের পর এই অঞ্চলে তার প্রথম হেডলাইন ট্যুর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ট্যুরের সূচনা হবে নভেম্বরে ৩০ তারিখে ক্রাইস্টচার্চের ওয়ুলফব্রুক এরিনাতে এবং শেষ হবে ডিসেম্বর ১৭ তারিখে পার্থের আরএসি এরিনায়।
এই সফরে কাপাল্ডি অকল্যান্ড, ব্রিসবেন, সিডনি, মেলবোর্ন ও অ্যাডেলেইডের এরিনাগুলোতেও দর্শকদের সঙ্গে সরাসরি সঙ্গীত পরিবেশন করবেন। ট্যুর আয়োজন করেছে সিক্রেট সাউন্ডস, লাইভ নেশন ও ডব্লিউএমই।
সম্প্রতি গ্লাস্টনবেরি ফেস্টিভ্যালে দুই বছরের পর কণ্ঠস্বর ফিরিয়ে একটি অভূতপূর্ব পারফরম্যান্স দেখিয়েছিলেন কাপাল্ডি। সেখানে তিনি নতুন সিঙ্গেল ‘সারভাইভ’ সহ প্রিয় গানগুলো যেমন ‘বিফোর ইউ গো’, ‘গ্রেস’, ‘হোল্ড মি হোয়াইল ইউ ওয়েট’, ‘ব্রুজেস’ এবং ‘সামওয়ান ইউ লাভড’ পরিবেশন করেন।
কাপাল্ডির ক্যারিয়ারের নতুন অধ্যায়ে এই ট্যুর একটি গুরুত্বপূর্ণ ধাপ। তার সাম্প্রতিক অ্যালবাম ও সিঙ্গেলগুলো ইতোমধ্যেই গ্লোবাল হিট হয়ে গেছে।
এমকে/এসএন