জেসি জে আবারও মঞ্চে ফিরলেন অস্ত্রোপচারের পর, সঙ্গে ছিলেন তার দুই বছরের ছেলে স্কাই। শনিবার ইংল্যান্ডের এসেক্সে বিবিসি রেডিও টু ইন দ্য পার্ক কনসার্টে দর্শকদের সামনে দাঁড়িয়ে এই গায়িকা জানালেন, মাত্র ১১ সপ্তাহ আগে তার স্তন ক্যানসারের অস্ত্রোপচার হয়েছে। যদিও তিনি এখনও পুরোপুরি সেরে ওঠার পথে, তবুও মঞ্চে ফিরে আসতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
কনসার্টে গান গাওয়ার পাশাপাশি দর্শকদের উদ্দেশে জেসি বলেন, “আপনারা জানেন বা জানেন না, আমি কিছুদিন আগেই ক্যানসারের অস্ত্রোপচার করেছি। শেষ শো-তে দাঁড়িয়ে জানতাম না সামনে কী হতে যাচ্ছে। আজ এখানে দাঁড়িয়ে আপনাদের সবার সঙ্গে গান গাইতে পারা আমার কাছে এক অসাধারণ অনুভূতি।”
এই দিনে সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হয় যখন দুই বছরের ছেলে স্কাই প্রথমবার মায়ের লাইভ পারফরম্যান্স দেখতে আসে। কানে হেডফোন দিয়ে মঞ্চে উঠে আসে সে, এমনকি মাইক্রোফোনে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশে হ্যাপি বার্থডে গানও গেয়ে শোনায়।
চলতি বছরের এপ্রিলেই জেসি জে জানতে পারেন তিনি স্তন ক্যানসারে আক্রান্ত। জুনে প্রথম অস্ত্রোপচারের পর জটিলতা দেখা দিলে আবার হাসপাতালে ভর্তি হতে হয়। তবে জুলাইয়ে পরীক্ষায় দেখা যায় ক্যানসার ছড়িয়ে পড়েনি। শরীরচর্চা ও সঙ্গীতের শক্তিতে তিনি এখন সুস্থতার পথে এগোচ্ছেন।
কনসার্টে নতুন গান লিভিং মাই বেস্ট লাইফ পরিবেশন করে জেসি জানালেন, “আমাকে যখন ক্যানসারের কথা জানানো হয়, তখন সবাই বলেছিল সব কাজ থামিয়ে দাও। কিন্তু আমি বলেছিলাম, জীবন এমন নয়। ঝড় আসবেই, কিন্তু আমাদের ছাতা ধরে সামনে এগিয়ে যেতে হবে।”
এমকে/এসএন