ব্যাংকিং সমস্যার কারণে ৪০০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ

ব্যাংকিং সমস্যার কারণে প্রায় ৪০০টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সরকারের নীতি সহায়তা পেলে এই কারখানাগুলো পুনরায় চালু হওয়ার মাধ্যমে অতিরিক্ত এক লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব।

রোববার (৭ সেপ্টেম্বর) উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে ব্যাংকিং সমস্যা নিয়ে সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছে সংগঠনটি। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ৭০টিরও বেশি সদস্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে বিজিএমইএর সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ এবং সংগঠনটির এক্সিট পলিসি সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আসিফ ইব্রাহীম এবং ওয়ান স্টপ সেল সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক ভুঁইয়া উপস্থিত ছিলেন।

সভায় খেলাপি ঋণ নীতিমালা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। সদস্যরা বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সার্কুলারের অধীনে খেলাপি ঋণ নীতিমালার মেয়াদ ৩ বছর থেকে বাড়িয়ে ১০ বছরে উন্নীত করার প্রস্তাব করেন। তারা জানান, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই সংক্ষিপ্ত সময়ে ঋণ পরিশোধ করা সম্ভব নয়। এছাড়া, ঋণ পরিশোধের ক্ষেত্রে ডাউন পেমেন্ট কমানোর বিষয়েও আলোচনা করা হয়।

ফোর্সড লোন ও মামলার বিষয়ে সদস্যরা জানান, নিয়মবহির্ভূত কারণে ফোর্সড লোনের শিকার হয়ে অনেক প্রতিষ্ঠান চেক ডিজঅনার এবং অর্থঋণ মামলার মতো জটিলতার শিকার হচ্ছে, যা তাদের কার্যক্রমকে আরও বাধাগ্রস্ত করছে। তারা এ পরিস্থিতি নিরসনে বিজিএমইএ বোর্ডকে উদ্যোগী ভূমিকা গ্রহণের আহ্বান জানান।

সহনশীল এক্সিট পলিসি বিষয়ে তারা একটি সহনশীল এক্সিট নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, এটি ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সম্মানের সঙ্গে ব্যবসা থেকে বেরিয়ে আসার সুযোগ দেবে।

সদস্যরা বলেন, দেশের অর্থনৈতিক সংকটে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংক যে নীতি সহায়তা দিচ্ছে, তা যেন শুধু বড় রপ্তানিকারকদের মধ্যে সীমাবদ্ধ না থাকে। বরং, ছোট ও মাঝারি কারখানাগুলোও যেন এই সুবিধা পায়, সে ব্যাপারে জোরালোভাবে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

তারা পোশাক খাতে দীর্ঘদিন ধরে রুগ্ণ হয়ে থাকা ৭৭টি প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়। সভায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, উত্থাপিত সব বিষয় নিয়ে বিজিএমইএ পরিচালনা পর্ষদ দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবে।

একইসঙ্গে ব্যাংকিং সমস্যাক্রান্ত কারখানাগুলোকে তাদের সমস্যাগুলো লিখিত আকারে বিজিএমইএকে দ্রুত অবহিত করার জন্য আহ্বান জানান তিনি।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রশিদপুরে কূপে গ্যাসের সন্ধান, ১০ বছরে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা Sep 08, 2025
img

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক

কালুখালীতে বাসচাপায় প্রাণ হারাল ২ মোটরসাইকেল আরোহী Sep 08, 2025
img
৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ Sep 08, 2025
img
৩৪২ রানের বিশাল ব্যবধানে দ. আফ্রিকাকে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়ে জিতলো ইংল্যান্ড Sep 08, 2025
img
দেশে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা ভয়াবহ রূপ নিয়েছে : হারুনুর রশীদ Sep 08, 2025
img
সংস্কার কাজে রাজনীতির অভাব টের পাচ্ছি : অর্থ উপদেষ্টা Sep 08, 2025
img
শ্যামলী ও ট্রমা নার্সিং কলেজের অনুমোদন দুই বছরের জন্য স্থগিতের বিজ্ঞপ্তি সঠিক নয় Sep 08, 2025
img

সাংবাদিক মোস্তফা ফিরোজ

ভিন্নমত মানেই শত্রু, এটাই কি আমাদের গণতন্ত্র! Sep 07, 2025
img
দুঃসংবাদ পেল পিএসজি Sep 07, 2025
img
ডিএমপিতে ৫ কর্মকর্তাকে বদলি Sep 07, 2025
img
ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্রে প্রবেশে থাকছে কঠোর নিয়ম Sep 07, 2025
সুকুমার জানালেন ‘পুষ্পা থ্রি’-এর আপডেট! Sep 07, 2025
শিল্পার জীবনে নতুন মোড়, ‘প্রেমিক’ এলো ঘরে! Sep 07, 2025
img

ড. আব্দুল মান্নান

জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, কারণ তারা আ. লীগকে পুনর্বাসন করতে চায় Sep 07, 2025
ডাকসুর নেতৃত্ব নিয়ে শিক্ষার্থীদের বার্তা! Sep 07, 2025
"ভোটারদের ভাই ও বন্ধুরা কল দিয়ে বলছে–আমাকে ভোট দিতে" Sep 07, 2025
img
এশিয়া কাপের জন্য ভারতের জার্সি উন্মোচন Sep 07, 2025
img
উত্তর কোরিয়াকে শুভেচ্ছা বার্তা পাঠালো ইরান! Sep 07, 2025
img
অবশেষে এশিয়া কাপে বাদ পড়া নিয়ে মুখ খুললেন শ্রেয়াস আইয়ার Sep 07, 2025
img
ছাত্রলীগ নেতা ছেলেকে ধরিয়ে দিতে বাবার ফেসবুক পোস্ট Sep 07, 2025