রাজবাড়ীতে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দুটি মোটরসাইকেল দ্রুত গতিতে কালুখালী থেকে পাংশার দিকে যাচ্ছিল। পথে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতরা হলেন আরিফ ও স্বাধীন। গুরুতর আহত হন শাওন নামে একজন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আরিফ (২২) কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ঘিকমালা গ্রামের বক্করের ছেলে এবং স্বাধীন (১৭) পাংশা উপজেলার মৈশালা পালপাড়া গ্রামের অসিতের ছেলে। আহত শাওন (২২) মৈশালা পালপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
এর আগে রোববার দুপুরে বালিয়াকান্দি উপজেলার শালমারা এলাকায় স্যালো ইঞ্জিনচালিত ভটভটির চাপায় মতিয়ার রহমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
এ ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী রিক্তা বেগম। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ভটভটি গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।
এমআর/টিকে