বিএনপির মধ্যে লুটপাট ও দুর্নীতি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘জনগণ সব সময় বিএনপির সঙ্গেই আছে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, তবে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান হবেন দেশের প্রধানমন্ত্রী।’
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জিলা স্কুল বড় মাঠে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘১৯৯১ সালে বিএনপি গণতান্ত্রিকভাবে সরকার গঠন করেছিল। ১৪ ও ১৮ সালের জাতীয় নির্বাচন ছিল দিনের ভোট রাতে করার নমুনা। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু এবার যদি সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি জয়ী হবে।
শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে সমালোচনা করে দুদু বলেন, ‘৭২ থেকে ৭৫ পর্যন্ত ছিল আরেকটি কালো সময়। রক্ষীবাহিনী গড়ে তুলে নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছিল। দুর্ভিক্ষে ১০ লাখ মানুষ মারা যায়। শেখ পরিবার হলো লুটেরা আর খুনিদের পরিবার।
বিএনপির এই নেতা বলেন, ‘হাসিনা টাকা লুটপাট করেছেন, গণহত্যা করেছেন। মনে করছেন, ভারতে গিয়ে রক্ষা পাবেন। কিন্তু জনগণের আদালতে বিচার এড়ানো যাবে না। তিনি দাবি করেন, শেখ মুজিব নয়, বাংলার স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান।’
দুদু আরো বলেন, ‘চব্বিশের আন্দোলনে এক মাসে সাড়ে চার শ মানুষ শহীদ হয়েছে। অথচ যাদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল, তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আমার ছেলে-মেয়ে হলে থাপড়িয়ে দাঁত ফেলে দিতাম। সম্মেলনে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএস/এসএন