ফেব্রুয়ারির নির্বাচনের আগে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের স্বার্থে দ্রুত চলতি মাসেই নতুন দল নিবন্ধন শেষ করবে ইসি।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা এসব কথা বলেন।
তিনি বলেন, ‘রাজনৈতিক দল নিবন্ধনের হালনাগাদ তথ্য নিতেই এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল সচিবের সঙ্গে দেখা করেছেন। সচিব জানিয়েছেন, মাঠ পর্যায় থেকে নতুন দলগুলোর বিষয়ে তদন্ত শেষ করে ইসিতে এসেছে এবং এ মাসের মধ্যেই ইসি এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।’
এনসিপি নেতা জহিরুল ইসলাম বলেন, ‘প্রবাসীদের পাশাপাশি দেশেও যারা পেশাগত কাজে নিজ সংসদীয় এলাকার বাইরে থাকবেন তারাও ব্যালটে নিজেদের ভোট দিতে পারবেন বলে তাদেরকে জানিয়েছেন ইসি সচিব।’
ইউটি/টিএ