ভূপেন হাজারিকার গাওয়া ‘মানুষ মানুষের জন্য’ বিখ্যাত গানটি শুনে থাকলে নিশ্চয়ই এখন নিজেদের নিয়ে গর্ববোধ করতেন শাহীন শাহ আফ্রিদি ও সালমান আলী আগারা। কেননা গর্ববোধ করার মতোই এক কাজ করেছেন পাকিস্তানের ক্রিকেটাররা।
বিখ্যাত গানটির মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর যে বার্তা দিয়েছেন প্রয়াত গায়ক হাজারিকা তার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন শাহীন আফ্রিদি-সালমানরা। পাকিস্তানের বন্যাদূর্গত লোকদের পাশে দাঁড়িয়ে।
ত্রিদেশীয় সিরিজ জয়ের অর্থ ক্ষতিগ্রস্ত লোকদের দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সামাজিক মাধ্যমে এই ঘোষণা দেন পাকিস্তানের অধিনায়ক সালমান। তিনি লিখেছেন, ‘দল হিসেবে আমরা কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছি সেটাই গুরুত্বপূর্ণ। বর্তমানে আমাদের দেশ কঠিন সময় পার করছে। শাহীন আফ্রিদি এবং আমি সিদ্ধান্ত নিয়েছি ত্রিদেশীয় সিরিজের অর্থ বন্যার্তদের জন্য দান করব। যাদের জীবন বিপন্ন হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন অঙ্গনের তারকাদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’
পাকিস্তানের পাঞ্জাবে হওয়া গত জুনে শুরু হওয়া ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৯ শতাধিকের ওপরে মানুষের প্রাণহানি হয়েছে। প্লাবিত হয়েছে প্রায় ১৫০০ গ্রাম। সঙ্গে ১০ লাখের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো ভয়াবহ বন্যার কবলে পড়েছে পাকিস্তান।
গতকাল শারজায় ত্রিদেশীয় ফাইনালে আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়েছে পাকিস্তান। প্রথম ব্যাট করে ১৪২ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৬৬ রানে গুটিয়ে যায় আফগানরা। তাদের একাই গুঁড়িয়ে দেন মোহাম্মদ নওয়াজ। ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নেওয়ার পথে করেছেন হ্যাটট্রিক। কীর্তিটি গড়েছেন দুই ওভার মিলিয়ে। ষষ্ঠ ওভারের পঞ্চম ও শেষ বলে আউট করার পর অষ্টম ওভারের প্রথম বলে হ্যাটট্রিক পূর্ণ করেন বাঁহাতি স্পিনার। ১৯ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করা নওয়াজ ব্যাটিংয়েও দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন। ত্রিদেশীয় সিরিজের অপর দল ছিল সংযুক্ত আরব আমিরাত।
ইউটি/টিএ