জলবায়ু অর্থায়নের যুক্তি তৈরিতে গণমাধ্যমকে ভূমিকা নিতে হবে : প্রেসসচিব

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব প্রতিনিয়ত বাংলাদেশের প্রতিটি খাতকে আঘাত করলেও সেই গল্প আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে পৌঁছায় না। ফলে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ ও আন্তর্জাতিক সমর্থন পাওয়া কঠিন হয়ে পড়ছে।’

আজ সোমবার রাজধানীর পিকেএসএফ অডিটরিয়ামে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যৌথ আয়োজনে ‘নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স : মিডিয়া রিপোর্টিং’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রেসসচিব এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বক্তব্য রাখেন।

তিনি সাংবাদিকদের জলবায়ু পরিবর্তনে সৃষ্ট বাংলাদেশের হোমগ্রোন গল্পগুলো আন্তর্জাতিক ফোরামে তুলে ধরার আহ্বান জানিয়ে আরো বলেন, ‘জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে শক্তিশালী যুক্তি তৈরি করতে হলে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা নিতে হবে।’

প্রেসসচিব বলেন, ‘বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। আমাদের ১৮ কোটি মানুষ সরাসরি জলবায়ু ঝুঁকির মধ্যে রয়েছে।

সাইক্লোন, বন্যা, জলোচ্ছ্বাস ও নোনাজলের বিস্তার প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু আমাদের নিজেদের গল্পগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছায় না। বিদেশি গণমাধ্যম মাঝে মাঝে এদেশে টিম পাঠিয়ে প্রতিবেদন করলেও দেশীয়ভাবে প্রস্তুত গল্পগুলো বৈশ্বিক অঙ্গনে জায়গা পায় না।’

তিনি উল্লেখ করেন, দেশের ভেতরে সিলেটের পানির সংকট, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লবণাক্ততা, কিংবা ভবদহের জলাবদ্ধতার মতো সমস্যাগুলো জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব।
কিন্তু এসব ঘটনা মিডিয়ায় মৌসুমি কভারেজ পেলেও আন্তর্জাতিক আলোচনায় জায়গা করে নিতে পারে না।

‘ভবদহে কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে থাকে। মৌসুম শেষে এ বিষয়টি আর সংবাদে থাকে না। অথচ এটি জলবায়ু পরিবর্তনের বড় উদাহরণ। এভাবে হাজারো গল্প রয়েছে, যেগুলো আমাদের সংবাদ কাভারেজের বাইরে থেকে যাচ্ছে,’ বলেন প্রেসসচিব।

শফিকুল আলম উল্লেখ করেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু প্রাকৃতিক দুর্যোগেই সীমাবদ্ধ নয়; বরং স্বাস্থ্য, অর্থনীতি ও সামাজিক অস্থিতিশীলতার সঙ্গেও এটি জড়িত। তিনি উদাহরণ হিসেবে ডেঙ্গুর বিস্তার, মাতৃস্বাস্থ্য সংকট ও উর্বরতার হার পরিবর্তনের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমাদের প্রতিটি ক্ষেত্রে—সামাজিক টেনশন, স্বাস্থ্যঝুঁকি বা রাজনৈতিক অস্থিতিশীলতা জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে। কিন্তু এই গল্পগুলো আমরা বাইরে তুলে ধরতে পারি না। ফলে আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের কেস তৈরি হয় না এবং আমরা প্রত্যাশিত ফান্ডিং থেকে বঞ্চিত হই।’

প্রেসসচিব সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘জলবায়ু সাংবাদিকতা এখন এক গুরুত্বপূর্ণ শাখা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক বিল ম্যাককিবেন ও এলিজাবেথ কোলবার্টকে উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশের সাংবাদিকদেরও এ ধরনের গভীর অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে হবে।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
শিক্ষার্থীদের রায় মেনে নিতে হবে: বাকের Sep 09, 2025
img
শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছে, ইনশাআল্লাহ বিজয় হবে: সাদিক কায়েম Sep 09, 2025
img
ডাকসু নির্বাচনে ভোট দিলেন সাদিক কায়েম Sep 09, 2025
img
ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান ছাত্রদলের ভিপিপ্রার্থী আবিদুলের Sep 09, 2025
img
ভোটারদের উপস্থিতি সন্তোষজনক: হামীম Sep 09, 2025
img
ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দার উন্মোচন হবে: আবিদুল Sep 09, 2025
img
নীরব বিশ্বের সমালোচনায় অ্যাঞ্জেলিনা জোলি Sep 09, 2025
img
ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে, ভোটারদের লম্বা লাইন Sep 09, 2025
img
‘ইসরায়েল একের পর এক যুদ্ধাপরাধ করছে’- বলছে জাতিসংঘ, নিহত আরও ৫২ Sep 09, 2025
img
ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু Sep 09, 2025
img
ফিক্সিং নিয়ে বিসিবি সভাপতি বুলবুলের মন্তব্য Sep 09, 2025
img

বিশ্বকাপ কোয়ালিফায়ার

৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে ইসরায়েলকে উড়িয়ে দিল ইতালি Sep 09, 2025
img
অবশেষে সামাজিক মাধ্যম থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল নেপাল Sep 09, 2025
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর জাকার্তা, ঢাকার অবস্থান ৩৩তম Sep 09, 2025
img
গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন পর্যালোচনা নিয়ে দিল্লিতে বৈঠক আজ Sep 09, 2025
img
ভিপি হলে সবার আগে জুলাইয়ের হামলাকারীদের বিচার করবো: শামীম Sep 09, 2025
img
আজও দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস Sep 09, 2025
img

ডাকসু নির্বাচন

আজ রাজধানীতে বন্ধ থাকবে যেসব সড়ক Sep 09, 2025
img
বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম Sep 09, 2025
img
বহুল কাঙ্ক্ষিত ডাকসুর ভোট আজ Sep 09, 2025