ডাকসু নির্বাচন

ঢাবিতে প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ, ক্যাম্পাস বিজিবির টহল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে অনভিপ্রেত যেকোনো ঘটনা এড়াতে প্রবেশ পথের কিছুটা সামনেই অবস্থান নিয়েছেন বিজিবি সদস্যরা।

সোমবার রাত ৮টা থেকে শুরু হওয়া এই কঠোর নিয়ন্ত্রণ চলবে টানা ৩৪ ঘণ্টা, যা বলবৎ থাকবে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান প্রবেশপথ ঘুরে দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গেটে অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছেন। শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেত, পলাশী, ফুলার রোডসহ প্রতিটি প্রবেশপথে পুলিশের পাশাপাশি বিজিবি এবং আনসার সদস্যদেরও কড়া অবস্থান লক্ষ্য করা গেছে।

বহিরাগত কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে প্রথমেই তাদের থামিয়ে দেওয়া হচ্ছে। এরপর পরিচয়পত্র পরীক্ষা করে দেখা হচ্ছে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী কিংবা অনুমোদিত কেউ কি না। বৈধ পরিচয়পত্র ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি শিক্ষক–কর্মকর্তাদের পরিবারের সদস্যদেরও তাদের আত্মীয়ের আইডি কার্ডের ফটোকপি দেখাতে হচ্ছে।

দেখা গেছে, সকাল থেকে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে ঢোকার সময় পরিচয়পত্র হাতে নিয়ে গেটে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রবেশ করছেন। গেটের বাইরে সাধারণ মানুষ বা বাইরের কেউ ঢুকতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সঙ্গে কথা বলে ফিরিয়ে দিচ্ছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করা প্রতিটি যানবাহনেও চলছে তল্লাশি। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি কিংবা জরুরি সেবায় নিয়োজিত গাড়িগুলোই গেট অতিক্রম করতে পারছে।

গেটে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য বলেন, আজ ডাকসু নির্বাচন হচ্ছে। এজন্য ক্যাম্পাসের ভেতরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের নির্দেশনা দেওয়া আছে- আইডি ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না।

ক্যাম্পাসের পরিবেশ পর্যবেক্ষণে দেখা গেছে, প্রবেশপথে কঠোর নিয়ন্ত্রণ থাকলেও ভেতরে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। নির্বাচনী প্রচারণা শেষ হয়ে যাওয়ায় ক্যাম্পাসে পোস্টার, ব্যানার ও প্রচারসামগ্রী চোখে পড়লেও এখন মূলত ভোটকেন্দ্রকেন্দ্রিক কার্যক্রম নিয়েই ব্যস্ত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাকসু নির্বাচন উপলক্ষ্যে ঢাবির সব প্রবেশপথ- শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত—সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রবেশ করতে পারবেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট পরিচয়পত্রের ফটোকপি দেখিয়ে প্রবেশ করতে পারবেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহন- অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের গাড়ি—ছাড়া অন্য কোনো গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। নির্ধারিত সময়ের মধ্যে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়ছেন ২৫ জন প্রার্থী। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে একযোগে ভোট অনুষ্ঠিত হচ্ছে। 

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
শিবিরের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ তিন ভিপি প্রার্থীর Sep 09, 2025
img
জামায়াতের নারীরা বোরকা পরে পরকালের টিকিট বিক্রি করছেন: দুলু Sep 09, 2025
img

হাইকোর্টের আদেশ স্থগিত

জাকসু নির্বাচনে অংশ নিতে পারছেন না অমর্ত্য রায় Sep 09, 2025
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল প্যানেল Sep 09, 2025
img
শিবিরের দুই প্রার্থীর ব্যালটে আগে থেকে ভোট দেওয়ার অভিযোগ আবিদের Sep 09, 2025
img
ফাহমিদুল-মোরসালিনের গোলে সিঙ্গাপুরকে হারাল বাংলাদেশ Sep 09, 2025
img
নেপালের পার্লামেন্টে আগুন ধরিয়ে দিলেন বিক্ষোভকারীরা Sep 09, 2025
img
হত্যা মামলায় সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে Sep 09, 2025
img
রিপোর্ট মেরে আমার আইডি বন্ধ করা হয়েছে : উমামা Sep 09, 2025
img
দ্বিগুণ প্রাইজমানি ঘোষণা এশিয়া কাপে! Sep 09, 2025
img
'মুন্নী বদনাম' গানে মালাইকাকে চাননি সালমান-আরবাজ! Sep 09, 2025
img
নেপালের অর্থমন্ত্রীকে ধাওয়া, রাস্তায় ফেলে মারধর Sep 09, 2025
img
নেপালে সাবেক প্রধানমন্ত্রীকে ধরপাকড়, আটকে রেখেছে বিক্ষোভকারীরা Sep 09, 2025
img

ডাকসু নির্বাচন

ফেসবুক পোস্টে ছাত্রদল প্রার্থীদের জন্য শুভ কামনা জানালেন ওসি Sep 09, 2025
img
আদালত ভবন থেকে আসামির লাফিয়ে পালানোর চেষ্টা Sep 09, 2025
img
হঠাৎ আদালতের দ্বারস্থ ঐশ্বরিয়া! Sep 09, 2025
img
ভোটাধিকার প্রয়োগ করেছি কিন্তু পরিস্থিতি সুবিধাজনক মনে হচ্ছে না: ভিপি প্রার্থী আবিদুল Sep 09, 2025
img
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি পেসার Sep 09, 2025
img
কপালে আঘাত, চোখে পানি- কী হলো উরফির Sep 09, 2025
img
নেপালে মন্ত্রীদের হেলিকপ্টারে সরাচ্ছে সেনাবাহিনী Sep 09, 2025