রাতে আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। আবু ধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে এই ম্যাচ। আফগানিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার ও অধিনায়ক মোহাম্মদ নবির জন্য এই ম্যাচ হতে পারে বিশেষ উপলক্ষের। ৪০ বছর বয়সী নবির সামনে ইতিহাস গড়ার সুযোগ।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম আফগান ক্রিকেটার হিসেবে ৬ হাজার রানের মাইলফলকের সামনে দাঁড়িয়ে মোহাম্মদ নবি। হংকংয়ের বিপক্ষেই এই মাইলফলক ছুঁয়ে ফেলতে পারেন তিনি। সে জন্য অবশ্য করতে হবে ৫১ রান।
আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৩১২ ম্যাচ খেলেছেন নবি। তাতে মোট রান করেছেন ৫৯৪৯। ৩টি টেস্ট খেলে ৩৩ রান, ১৭৩ ওয়ানডেতে ৩৬৬৭ ও ১৩৬ টি-টোয়েন্টিতে ২২৪৯ রান এসেছে ৪০ বছর বয়সী নবির ব্যাট থেকে। টি-টোয়েন্টিতে তিনিই আফগানিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক। ওয়ানডে ফরম্যাটেও দ্বিতীয় সর্বোচ্চ রান তার ব্যাট থেকেই এসেছে।
তবে, এশিয়া কাপে অতীতে যে দুই আসর টি-টোয়েন্টি ফরম্যাটে হয়েছিল, তাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি নবি। ৭ ইনিংসে মাত্র ৫১ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৮ উইকেট।
রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানও। টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট শিকারি হতে রশিদের দরকার ৩ উইকেট। এখন পরযন্ত এই টুর্নামেন্টে ৮ ইনিংসে ১১ উইকেট শিকার করেছেন রশিদ। হংকংয়ের বিপক্ষে আজ ৩ উইকেট শিকার করলেই তিনি পেছনে ফেলবেন ভারতের ভূবনেশ্বর কুমারকে।
টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে ৬ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন ভূবনেশ্বর। এর মধ্যে ২০২২ সালের আসরে আফগানিস্তানের বিপক্ষে ৪ ওভারে মাত্র ৪ রান দিয়ে শিকার করেছিলেন ৫ উইকেট।
এএইচ/টিএ