আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচটি ফুটবল দুনিয়ায় এক আবেগঘন মুহূর্ত ছিল। মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে আকাশী-সাদা জার্সিধারীদের সেই ম্যাচকে লিওনেল মেসির দেশের মাটিতে শেষ প্রতিযোগিতামূলক খেলা হিসেবেই ধরা হচ্ছে।
এবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামীকাল (বুধবার) ভোর ৫টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে ইকুয়েডরের ঐতিহাসিক এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে থাকছেন না মেসি।
আর্জেন্টিনার গণমাধ্যমের প্রতিবেদন বলছে, আসন্ন ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং তিনি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে ফিরে গেছেন। ফলে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মেসিকে ছাড়া একটি বিকল্প একাদশ সাজিয়েছেন, যেখানে বেশ কয়েকটি জায়গায় পরিবর্তন আসছে। বিশেষ করে দলে জায়গা পাচ্ছেন কিছু তরুণ ও নতুন মুখ যারা গত ম্যাচে বেঞ্চে ছিলেন।
গত ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের পর দ্বিতীয়ার্ধে বদলি নেমে গোল করা লাউতারো মার্টিনেজ এবার শুরুর একাদশে থাকছেন নিশ্চিতভাবেই। পাশাপাশি লিভারপুল তারকা আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, যিনি সম্প্রতি চোট কাটিয়ে ফিরেছেন, তিনিও থাকছেন মাঝমাঠে। তবে তার জায়গায় এক্সেকিয়েল পলাসিওস-কেও দেখা যেতে পারে।
রক্ষণভাগেও থাকছে পরিবর্তন। হলুদ কার্ডের কারণে নিষিদ্ধ হওয়া ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোর জায়গায় আসছেন তরুণ ডিফেন্ডার লিওনার্দো বালার্দি। ডানপাশে নাহুয়েল মোলিনা বিশ্রামে থাকলে গনসালো মন্টিয়েল মাঠে নামবেন। বামপ্রান্তে নিকোলাস তাগলিয়াফিকো ফিরছেন শুরুর একাদশে।
আক্রমণভাগেও থাকছে বড় পরিবর্তন। মেসি না থাকায় তার জায়গায় তরুণ নিকোলাস পাজ মাঠে নামছেন। এছাড়া ফ্রাঙ্কো মাস্তান্তুওনো বেঞ্চে থাকবেন। লাউতারোর সঙ্গে আক্রমণে হুলিয়ান আলভারেজ নামতে পারেন, যদিও স্কালোনি একক ফরোয়ার্ডেও ভরসা রাখতে পারেন। এক্ষেত্রে জুলিয়ানো সিমিওনে চমক হিসেবে থাকতে পারেন। অন্যদিকে দারুণ ফর্মে থাকা নিকোলাস গনসালেস একাদশে জায়গা ধরে রাখতে পারেন, যিনি থিয়াগো আলমাদাকে সরিয়ে শুরু করতে পারেন।
সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা / গঞ্জালো মন্টিয়েল, লিওনার্দো বালার্দি, নিকোলাস ওতামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার /এক্সেকিয়েল পলাসিওস, নিকোলাস পাজ, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ/জুলিয়ানো সিমিওনে এবং নিকোলাস গঞ্জালেস।
এসএস/এসএন