দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ লিগের চতুর্থ আসরের পর্দা উঠবে আগামী ২৬ ডিসেম্বর। তার আগে আজ ৯ সেপ্টেম্বর টুর্নামেন্টটির নিলাম অনুষ্ঠিত হচ্ছে।
দেশি-বিদেশি মিলিয়ে দক্ষিণ আফ্রিকার লিগটিতে খেলতে মোট ৭৮২ ক্রিকেটার ড্রাফটে নাম জমা দিয়েছিলেন। এর মধ্যে বাংলাদেশ থেকে নাম দিয়েছিলেন ২৩ ক্রিকেটার। তবে নিলামের চূড়ান্ত তালিকায় বাদ পড়েছেন বাংলাদেশের ৯ ক্রিকেটার। অর্থাৎ, বাংলাদেশের ১৪ জন আছেন আজকের নিলামে।
নিলামে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শুরুতেই নিলামে তোলা হয় মুস্তাফিজুর রহমানকে। তার মূল্য ছিল ১.৫ মিলিয়ন র্যান্ড। কিন্তু ভিত্তিমূল্যেও তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
মার্কি প্লেয়ারদের তৃতীয় সেটে অবিক্রিত থেকেছেন মুস্তাফিজ।
নিলামে থাকা ১৪ বাংলাদেশি ক্রিকেটার-
মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, লিটন দাস ও সাকিব আল হাসান।
এবি/টিএ