ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে আজও মহাসড়ক অবরোধ

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো দুটি মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করছেন এলাকাবাসী।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, হামিরদী, মাধবপুর ও নওয়াপাড়া বাসস্ট্যান্ড, এবং ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় ওই দুই ইউনিয়নের জনগণ মহাসড়ক দুটি অবরোধ করে। এতে ওই দুই মহাসড়কে যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন আটকে যায়। রোদ থেকে বাঁচতে তারা মহাসড়কে সামিয়ানা টানিয়ে অবস্থান নিয়েছে।

অবরোধ চলাকালে এলাকাবাসী ভাঙ্গাকে বিভক্ত করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা কোনোভাবেই মানা হবে না বলে জানান। এতে যতদিন দরকার ততদিন মহাসড়ক অচল করে রাখার হুঁশিয়ারি দেন তারা।

এলাকাবাসী জানায়, আগে ফরিদপুর-৪ আসনটি ছিল ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত। ফরিদপুর-২ আসন ছিল নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে। কিন্তু গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে দেশের ৪৬টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে। ওই গেজেট অনুযায়ী ফরিদপুর জেলার দুটি আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। এর ফলে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে নগরকান্দা ও সালথা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, আমরা অনেকটা অসহায়। এলাকাবাসীর যে দাবি তা পূরণ না হলে তারা রাস্তা ছাড়বে না বলে জানিয়েছে। এখন এত মানুষকে আমরা কীভাবে নিয়ন্ত্রণ করব।

এদিকে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন, আন্দোলনকারীদের যে দাবি তা জাতীয় পর্যায়ের বিষয়। এখানে আসলে স্থানীয় প্রশাসনের করার কিছুই নেই। এটার সমাধান স্থানীয়ভাবে অসম্ভব। এলাকাবাসী তাদের দাবি সম্বলিত যে স্মারকলিপি দিয়েছিল তা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। সেখান থেকে কোনো নির্দেশনা আমরা পাইনি।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে কেটে নিয়ে ফরিদপুর-২ এর অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। সীমানা পুনর্বিন্যাসের এ সিদ্ধান্তের প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর ভাঙ্গায় দুই দফা ব্যাপক সড়ক অবরোধ করে এলাকাবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। এতে কাজ না হওয়ায় গত ৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ওই দুই ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে প্রকাশিত প্রজ্ঞাপন বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ পাঠান। এরপরের ৪৮ ঘণ্টায় ওই লিগ্যাল নোটিশের জবাব না পেয়ে ওই একই আইনজীবী গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিএনপি নেতা মো. শহিদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুর রহমান দুলালসহ ৫ জনের পক্ষ থেকে হাইকোর্টে রিট করেন।

তবে এ ব্যাপারে গত ৭ সেপ্টেম্বর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন প্রকাশিত সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত তালিকা নিয়ে আইন অনুযায়ী কোনো আদালত বা কর্তৃপক্ষের কাছে ‘প্রশ্ন তোলার’ কোনো সুযোগ নেই বলে জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি সেদিন দৃঢ় কণ্ঠে বলেন, বিক্ষোভ-আন্দোলন করেও কোনো ‘লাভ হবে না’।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ডাকসু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বাগছাস Sep 10, 2025
img
কাতারে ইসরাইলের হামলায় ‘অত্যন্ত অসন্তুষ্ট’ ট্রাম্প Sep 10, 2025
img
অস্থিরতা দমনে নেপালে চলছে অনির্দিষ্টকালের কারফিউ Sep 10, 2025
img
থাইল্যান্ডে মিমি-আবিরের রোম্যান্স জমে ক্ষীর, আসছে নতুন ছবি ‘রক্তবীজ ২’ Sep 10, 2025
img
রাজনৈতিক জীবনে এটাই প্রথম পরাজয় : হামীম Sep 10, 2025
img
ডাকসু নির্বাচনে হেরেও প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা হামিম Sep 10, 2025
img
৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা ১০ অক্টোবর Sep 10, 2025
img
ঢাবি শিক্ষক কার্জনসহ দুজনের জামিন আবেদন খারিজ Sep 10, 2025
img
নেপালে সরকার পতনের পর মোদির উদ্বেগ প্রকাশ Sep 10, 2025
img
বিগ বসের শুটিংয়েও সালমানের উপর হামলার আশঙ্কা Sep 10, 2025
img
লেডি গাগার ট্যুরে যুক্ত হলো আরও ২১ শো Sep 10, 2025
img
আসন পুনর্বহালের দাবিতে ভাঙ্গা মহাসড়ক অবরোধ, সেনাবাহিনী মোতায়েন Sep 10, 2025
img
জীবন দিয়ে লড়ে যেতে হবে, একটু বিশ্রাম নিয়ে নেন : মেঘমল্লার বসু Sep 10, 2025
img
এক দশক পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন হিলারি ডাফ Sep 10, 2025
img
গণতান্ত্রিক চর্চায় পরাজয় মানতে আপত্তি নেই: জিএস প্রার্থী বাকের Sep 10, 2025
img
‘ভারতের ধারে-কাছেও কেউ নেই, বাংলাদেশকে নিয়ে কথাই বলি না’ Sep 10, 2025
img
মেয়ের জন্মদিনে নিজের হাতে কেক বানালেন দীপিকা Sep 10, 2025
img
আমেরিকান শোতে জিমি ফ্যালনকে পাঞ্জাবি নাচ শেখালেন পাঞ্জাবি গায়ক Sep 10, 2025
img
হজের নিবন্ধনের শেষ সময় ১২ অক্টোবর, বাড়বে না সময় Sep 10, 2025
img
আবিদ আপনাদের কখনো ছেড়ে যাবে না: আবিদুল ইসলাম Sep 10, 2025