ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেছেন, সবার আলোচনা-সমালোচনাকে আমি ইতিবাচকভাবে গ্রহণ করছি এবং সে অনুযায়ী নিজের ভবিষ্যৎ পথ চলতে চেষ্টা করবো।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে প্রকাশ্যে ধমকের সুরে কথা বলেছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি।
পোস্টে তিনি বলেন, প্রিয় বন্ধুগণ, শুভেচ্ছা জানবেন। ব্যক্তিগতভাবে আমি স্থান-কাল-পাত্রভেদে অত্যন্ত সতর্ক, সৎ ও মার্জিতভাবে নিজের মতামত প্রকাশ করার চেষ্টা করি এবং নিজের মত প্রকাশের পূর্বে অন্যের মতামত শোনাকে সর্বদা প্রাধান্য দেই। কিন্তু ঠিক কোন অবস্থার প্রেক্ষিতে এবং কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে সামনে-পেছনে না তাকিয়ে প্রতিবাদে সরব হতে হয় সেটি প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই অনুধাবন করতে পারেন বলেই আমার বিশ্বাস।
তিনি আরো বলেন, আর দুর্জন যে বিদ্বান হলেও সদা পরিত্যাজ্য, যুগে যুগে দুর্জনদের ন্যাক্কারজনক কর্মকাণ্ডই তা প্রমাণ করে এসেছে। যার কোনো ব্যতিক্রম এখনো দেখা যাচ্ছে না। দিনশেষে প্রতিবাদের ভাষা নিয়ে মতভেদ থাকতেই পারে। তবুও আপনাদের সবার আলোচনা-সমালোচনাকে আমি ইতিবাচকভাবে গ্রহণ করছি এবং সে অনুযায়ী নিজের ভবিষ্যৎ পথ চলতে চেষ্টা করবো। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
ইউটি/টিএ