সিরাজগঞ্জে জাল নোটসহ রঞ্জু আহমেদ (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে রাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
এসময় তার কাছ থেকে, ৪৮ হাজার ৫০০ টাকার জাল নোট জব্দ করা হয়।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কড্ডার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি সদর উপজেলার বড় হামকুড়িয়া গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, গ্রেপ্তার রঞ্জুর কাছ থেকে ১ হাজার টাকার ২৯টি, ৫০০ টাকার ৩১টি এবং ২০০ টাকার ২০টি জাল নোট জব্দ করা হয়। এছাড়া জাল নোট কারবার থেকে উপার্জিত ৮ হাজার ৯৯০ টাকা, একটি মোবাইল ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তার রঞ্জু আহমেদের বিরুদ্ধে পূর্বেও জাল নোট কারবারের মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ ও আশপাশের এলাকায় জাল নোট সরবরাহের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
এমকে/এসএন