শুরু থেকেই আইনি জটিলতার সঙ্গে জড়িয়ে আছে অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি অভিনীত বলিউড সিনেমা ‘জলি এলএলবি থ্রি’। এবার অভিযোগ উঠেছে, দেশের বিচারব্যবস্থাকে হেয়ভাবে উপস্থাপন করা হয়েছে সিনেমাটিতে। তাই ছবিটির মুক্তি আটকাতে ইতোমধ্যেই একাধিক শহরে মামলা দায়ের হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবর, যদিও এলাহাবাদ হাই কোর্ট ছবিটি মুক্তির অনুমতি দিয়েছে। তবে ট্রেলার প্রকাশের পর আবারও নতুন মামলা দায়ের হলো মধ্যপ্রদেশের হাইকোর্টে।
সর্বশেষ আপত্তি উঠেছে ছবির একটি গান ‘ভাই অকিল হ্যায়’ এর কথাবার্তা নিয়ে। সেখানে কখনও বিচারপতিকে ‘মামা’ বলা হয়েছে, কখনও আবার ‘উকিলের প্যাকেজ চুক্তি’র মতো সংলাপ উঠে এসেছে। এই বিষয়েই জবলপুরের এক আইনজীবী জনস্বার্থ মামলা করেছেন; আর মামলাটির শুনানি নির্ধারিত হয়েছে আগামী ১২ সেপ্টেম্বর।
এর আগে আজমের আদালতে ছবির শুটিং বন্ধের দাবি তুলেছিলেন স্থানীয় বার অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দ্রভান সিং রাঠোর। একইভাবে পুণের আইনজীবী ওয়াজেদ রহিম খানও ‘জলি এলএলবি থ্রি’-র বিরুদ্ধে পিটিশন করেছিলেন। সেখানে তার অভিযোগ, এই সিনেমা দেশের বিচারব্যবস্থাকে অসম্মান করা হয়েছে; সেই মামলার ভিত্তিতেই অক্ষয় ও আরশাদকে হাজিরার নির্দেশ পাঠিয়েছিল আদালত। এই মামলার শুনানি অক্টোবর মাসে হওয়ার কথা।
এসব আইনি জটিলতার মাঝেও গত বুধবার প্রকাশিত হলো ছবির ট্রেলার। টিজারের মতোই হাস্যরস থাকলেও এবার ট্রেলারে দেখা মিলেছে বেশ কিছু গুরুতর মামলা-মোকদ্দমার ছায়া। সব মিলিয়ে ‘জলি এলএলবি থ্রি’ যে দর্শকদের জন্য মজার কোর্টরুম কমেডি ড্রামা নিয়ে আসছে, তা একপ্রকার নিশ্চিত। ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী ১৯ সেপ্টেম্বর।
এমকে/এসএন