চলতি বছরের শেষার্ধে রাশিয়ার মস্কোতে অনুষ্ঠাতব্য আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার। সবকিছু ঠিক থাকলে সেখানে উপস্থিত হওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন জামায়াত আমির।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে তার বসুন্ধরাস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মি. আলেকজান্ডার জি. খোজিন এক সৌজন্য বৈঠকে মিলিত হন। তিনি বৈঠকের শুরুতেই ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। এসময় তার সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর মি. এ্যানটন চেরনোভ।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি, বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশের প্রতি রাশিয়ার দৃঢ় সমর্থন থাকবে বলে জানানো হয়। একই সাথে ভবিষ্যতে বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগ আরও বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, রাষ্ট্রদূত মস্কোতে অনুষ্ঠাতব্য একটি আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে জামায়াত আমিরকে আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন। চলতি বছরের অক্টোবর, নভেম্বরে কনফারেন্সটি অনুষ্ঠিত হতে পারে।
এসএস/এসএন