ইন্দোনেশিয়ার দুটি প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আরো ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। বুধবার উদ্ধারকারীরা পূর্ব নুসা তেঙ্গারার নাগেকেও জেলার মাউপোঙ্গগো গ্রামের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় কাদার নিচে চাপা পড়া এক মা ও তার সন্তানের মরদেহ এবং পাশের লোকালাবা গ্রামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, সোমবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশ ও বালি দ্বীপে বন্যা ও ভূমিধস দেখা দেয়। আগে জানা গিয়েছিল, মাউপোঙ্গগো গ্রামে একটি বাড়ি ভেসে যাওয়ায় একই পরিবারের তিনজন নিহত হন এবং চারজন নিখোঁজ হন।
এদিকে প্রবল বৃষ্টির পর বালির বাদুং এলাকায় লোকজন তাদের সামগ্রী নিয়ে হাঁটু পানিতে হেঁটে যেতে বাধ্য হয়। বুধবার রাতে বালির প্রাদেশিক রাজধানী দেনপাসারের বাদুং বাজারের কাছে উদ্ধারকারীরা এক নারীর মৃতদেহ উদ্ধার করেন। জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানান, প্রদেশটিতে এখনও ছয়জন নিখোঁজ রয়েছেন।
বালির অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান নিয়োমান সিদাকার্যা বলেন, এর আগে আটজনের মৃতদেহ পাওয়া গেছে, যাদের মধ্যে চারজন কুম্বাসারি বাজার এলাকায় ভবন ভেসে যাওয়ায় প্রাণ হারান।
এসএস/এসএন