বিদেশে পালিয়ে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পটুয়াখালী বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জসিম উদ্দীন আকনকে (৩৭) গ্রেপ্তার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। জসিম উদ্দিন বাউফল থানার ওয়ারেন্টভুক্ত আসামি।
জসিম উদ্দিন বাউফল উপজেলা নাজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের মৃত হাকিম আলী আকনের ছেলে।
মামলার অভিযোগ ও থানা সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা মাহবুব আলম ও জসিম উদ্দিন দীর্ঘদিন ঢাকা কেরানীগঞ্জ মডেল টাউনের শিট মার্কেটে প্লেইন শিটের যৌথ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। দুজনের মধ্যে অর্থের দ্বন্দ্ব শুরু হলে মাহবুব আলম বাদী হয়ে ২০২০ সালে জসিম উদ্দিনের নামে ঢাকা জজকোর্টে ৫১ লাখ টাকার চেক ডিজঅনার মামলা করেন।
ওই মামলার জের ধরে ২০২০ সালের ২৫ জানুয়ারি রাত সাড়ে ৯টায় নাজিপুর ছোট ডালিমা স্কুলের সামনে একই ইউনিয়নের মৃত সুন্তু মোল্লার ছেলে মাহবুব আলম মোল্লাকে কুপিয়ে জখম করেন জসিম উদ্দিন।
মাহবুব আলমের দায়ের করা চেক ডিজঅনার মামলায় জসিম উদ্দিনকে এক বছরের সাজা দেন ঢাকা জজকোর্ট আদালত।
এ ছাড়া কুপিয়ে জখম করার মামলায় বাউফল থানায়ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
বংশাল থানার উপ-পুলিশ পরিদর্শক মনির হোসেন বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার সকাল ৮টার বিমানে কাতার যাওয়ার কথা ছিল জসিমের। এদিন সকাল ৭টায় বিমানবন্দর ইমিগ্রেশন তাকে আটক করে। পরে এয়ারপোর্ট থানা, বংশাল থানাকে খবর দিলে তাকে আদালতে পাঠানো হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান সরকার বলেন, জসিম উদ্দিন বাউফল থানার ওয়ারেন্টভুক্ত আসামি। বাউফল থানার গ্রেপ্তারি পরওয়ানা বংশাল থানায় পাঠানো হবে।
পিএ/এসএন