ডাকসু নির্বাচনে রাজনৈতিক বিজ্ঞাপনের ২৫ শতাংশ শনাক্ত করতে পারেনি মেটা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সময় ফেসবুক ও ইনস্টাগ্রামে কিছু ভিডিও বিজ্ঞাপন হিসেবে প্রচার করা হয়েছিল। কিন্তু মেটা (ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি) তাদের ২৫ শতাংশ ভিডিও বিজ্ঞাপনকে রাজনৈতিক বিজ্ঞাপন হিসেবে চিহ্নিত করতে পারেনি। সম্প্রতি ডিসমিসল্যাবের একটি গবেষণা থেকে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ডিসমিসল্যাবের এক তথ্য যাচাই প্রতিবেদনে বলা হয়, ৭ সেপ্টেম্বর পর্যন্ত ‘মেটা অ্যাড লাইব্রেরি’র ২৩১টি নির্বাচনী বিজ্ঞাপন বিশ্লেষণ করেছে তারা। এগুলো ২১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রচারিত হয়।

বিশ্লেষণে দেখা গেছে, ২৫ শতাংশ বিজ্ঞাপনকে মেটা রাজনৈতিক হিসেবে শনাক্ত করতে পারেনি। অর্থাৎ এসব বিজ্ঞাপন স্বচ্ছতার তথ্য ছাড়াই চলেছে। ৬৬ শতাংশ বিজ্ঞাপন রাজনৈতিক হিসেবে সংরক্ষিত হয়েছে। অর্থাৎ এগুলোতে ডিসক্লেইমার তথ্য রয়েছে। স্বচ্ছতার তথ্য না থাকায় ৯ শতাংশ বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে মেটা।

ডিসক্লেইমার বলতে এমন একটি ঘোষণা বা বিবৃতিকে বোঝায়, যেখানে কোনো বিজ্ঞাপন বা আধেয়ের (কনটেন্ট) দায়িত্বে থাকা দায়িত্বশীল ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় তুলে ধরা হয়। যেমন, কোনো রাজনৈতিক বিজ্ঞাপন হলে ডিসক্লেইমারে জানানো হয় কে বা কোন দল এই বিজ্ঞাপন দিয়েছে এবং এর খরচ কে বহন করছে।

ডিসমিসল্যাবের বিশ্লেষণে দেখা গেছে, একই ভাষার বিজ্ঞাপনেও কোনোটি রাজনৈতিক হিসেবে শনাক্ত হয়েছে, আবার কোনোটি হয়নি। ডিসক্লেইমার না থাকায় সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা একজন স্বতন্ত্র প্রার্থীর দুটি বিজ্ঞাপন মেটা সরিয়ে দিয়েছে। কিন্তু ছাত্রদল সমর্থিত প্যানেলের একজন সাধারণ সম্পাদক পদপ্রার্থীর ৫টি বিজ্ঞাপন ডিসক্লেইমার না থাকা সত্ত্বেও সরানো হয়নি।

ডাকসু নির্বাচন সংক্রান্ত ২৩১টি বিজ্ঞাপন বিশ্লেষণ করে ডিসমিসল্যাব দেখেছে, মেটায় সবচেয়ে বেশি বিজ্ঞাপন প্রচারিত হয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের পক্ষে। মোট বিজ্ঞাপনের ৭৬টিই ছিল তাদের সমর্থনে। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে চালানো হয়েছে ৪৯টি বিজ্ঞাপন। এ ছাড়া স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষে ৩৫টি, অপরাজেয় ৭১-অদম্য ২৪ প্যানেলের পক্ষে ২১টি এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের পক্ষে ১৪টি বিজ্ঞাপন প্রচারিত হয়েছে।

মোট ১৪৯টি বিজ্ঞাপন প্রার্থীরা নিজে থেকেই দিয়েছেন। প্যানেলের নামে খোলা পেজ থেকে ১৪টি, সমর্থকদের পক্ষ থেকে ৬৮টি বিজ্ঞাপন চালানো হয়েছে। এ ছাড়া সমর্থকদের পেজ যেমন ‘আমাদের ডাকসু’ থেকে ২১টি, ‘আমার ডাকসু’ থেকে ১১টি এবং ‘বিএনপি মিডিয়া সেল’ থেকে ৯টি বিজ্ঞাপন চালানো হয়েছে। ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ এর পক্ষে ‘কিশোরকণ্ঠ ২.০’ পেজ থেকে ৪টি বিজ্ঞাপন প্রচারিত হয়েছে।

ডিসমিসল্যাব জানায়, মেটা যখন কোনো বিজ্ঞাপনকে রাজনৈতিক বলে চিহ্নিত করে, তখন সেটি কিছু বাড়তি শর্তের মুখোমুখি হয়। যেমন বিজ্ঞাপন প্রচারের অনুমোদন পেতে সময় লাগে, ‘পেইড ফর বাই’ ডিসক্লেইমার দেখাতে হয় এবং এতে বিজ্ঞাপনের প্রভাব ও কার্যকারিতা কমে যায়। কিন্তু যেসব প্রার্থীর বিজ্ঞাপন রাজনৈতিক বলে ধরা পড়ে না, তারা কোনো বাধা ছাড়াই সহজে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারেন। ফলে প্রতিযোগিতা সমান থাকে না।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দিল্লি থেকে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাতে পারে আওয়ামী লীগ: মির্জা ফখরুল Sep 12, 2025
img

শাহরুখের 'ওম শান্তি ওম' দেখে

বলিউডকে স্টার ওয়ার্সের সঙ্গে তুলনা করলেন এড শিরান Sep 12, 2025
img

জাকসু নির্বাচন

চলছে ভোট গণনা, বাড়ছে অপেক্ষা Sep 12, 2025
img
দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বাবা-মেয়ের Sep 12, 2025
img
ডাকসু নির্বাচনে যমুনায় নতুন জোয়ার : রনি Sep 12, 2025
img
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস Sep 12, 2025
img
উত্তেজনার মধ্যেই রুবিওর সঙ্গে বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী Sep 12, 2025
img
বিসিসিআই সভাপতি হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন শচীন! Sep 12, 2025
img
ফরিদা পারভীনের সর্বশেষ অবস্থান জানালেন ছেলে জাফর Sep 12, 2025
img
আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী জ্বালানি তেলের দাম Sep 12, 2025
img
রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন: প্রেস সচিব Sep 12, 2025
img
বিশ্বের বেশিরভাগ দেশে গণতন্ত্র হুমকির মুখে : সুইডেনভিত্তিক গবেষণা সংস্থা Sep 12, 2025
img
রান রেটে পিছিয়ে, আফগানিস্তান-শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্য বাংলাদেশের Sep 12, 2025
img
নেওয়াজকে বিশ্বসেরা স্পিনার বললেন কোচ মাইক হেসন Sep 12, 2025
img
ছাত্রলীগের ভোট যদি জামায়াত নিতে পারে, এটা তাদের কৃতিত্ব: জাহেদ উর রহমান Sep 12, 2025
img
বেড়েই চলেছে আরব আমিরাতের ভিসা জটিলতা, সমস্যায় বাংলাদেশিরা Sep 12, 2025
img
আশরাফুল ও জেসিকে সরিয়ে ঢাকা জেলা-বিভাগের দায়িত্বে বুলবুল-ফাহিম Sep 12, 2025
img

জাকসু নির্বাচন

নানা অসঙ্গতি থাকলেও ভোট চুরি হয়নি, বললেন শিবিরের জিএস প্রার্থী Sep 12, 2025
img
চলন্ত ট্রেন থেকে লাফ দিলেন কারিশমা! Sep 12, 2025
img
ছাত্রদলের জাকসু নির্বাচন বর্জন নিয়ে রুমিন ফারহানার মন্তব্য Sep 12, 2025