দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারার বিয়ের ডকুমেন্টারি আবারও আইনি জটিলতায় জড়িয়েছে। মিডিয়ায় আলোচিত এই প্রজেক্টের নির্মাতাদের বিরুদ্ধে চন্দ্রমুখী সিনেমার প্রযোজকরা মাদ্রাজ হাইকোর্টে অভিযোগ করেছেন যে, তাদের সিনেমার কিছু দৃশ্য অনুমতি ছাড়া ডকুমেন্টারিতে ব্যবহার করা হয়েছে।
ডার্ক স্টুডিও, যারা ডকুমেন্টারির প্রযোজনা করছে, আদালতে জানিয়েছে যে তারা চন্দ্রমুখীর প্রযোজকদের সঙ্গে আলোচনা চালাচ্ছে। তবে বাদী দাবি করেছেন, কোনো ধরনের আলোচনা বা অনুমতি আদৌ হয়নি। আদালত ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে যে, ৬ অক্টোবরের মধ্যে ডার্ক স্টুডিও তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দাখিল করবে। পরবর্তী শুনানি সেই তারিখে অনুষ্ঠিত হবে।
এটি নয়নতারা র বিয়ের ডকুমেন্টারির প্রথম আইনি সমস্যা নয়। এর আগে অভিনেতা ধনুশও একটি মামলা করেছেন তার সিনেমা নানুম রাউডি ধান-এর অনুমতি ছাড়া দৃশ্য ব্যবহারের অভিযোগে। এই সব আইনি জটিলতার মাঝেও ডকুমেন্টারিতে এখনও কোনো পরিবর্তন আনা হয়নি।
মিডিয়া ও দর্শকদের নজর এখন এই ডকুমেন্টারির উপর, তারা কি কোনো সম্পাদনা বা শর্তসাপেক্ষে মুক্তি পাবে, নাকি আরও আইনি বাধার মুখে পড়বে।
এমকে/এসএন