জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন, ডাকসু নির্বাচনে ছাত্রদলের এমন পরাজয় একটা গবেষণার বিষয়। কারণ এটা বিষ্ময়কর ঘটনা। সারা দেশে বিএনপির যে রাজনৈতিক অবস্থান তার প্রেক্ষিতে এটি মেলে না। তাহলে কেন এটি ঘটলো?
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ ব্যাপারে বলা হচ্ছে ডাকসু নির্বাচনের আগে থেকে ছাত্রদলের প্রসতুতি ছিল না। তারা অংশ নেবে কি না সেটা নিয়ে তাদের সিদ্ধান্তহীনতা ছিল। তাদের ভিপি প্রার্থী কে? তাদের জিএস প্রার্থী কে? এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে অনেক পরে। ততক্ষণে কিন্তু সাদিক কায়েম, এসএম ফরহাদ তারা যে ডাকসুর ভিপি, জিএস পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন এ ব্যাপারে তারা সামনে চলে এসেছিলেন।
কিন্তু ছাত্রদল সেভাবে পরিকল্পনা নিয়ে এগোতে পারেনি।
জ্যেষ্ঠ এই সাংবাদিক বলেন, আরো হয়তো অনেক কারণ আছে। গত ১৫ বছরে ছাত্রশিবির কিন্তু ছাত্রলীগের মধ্য দিয়ে ক্যাম্পাসে অবস্থান করেছিল। ছাত্রদল কিন্তু করেনি।
এটাও একটা বড় কারণ।
উল্লেখ্য, ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম ও জিএস পদে এস এম ফরহাদ। এই নির্বাচনে ছাত্র সংসদ ও হল সংসদের অন্যান্য পদেও শিবির সমর্থিত প্রার্থীরা বেশিরভাগ পদে বিজয়ী হয়েছেন।
এদিকে জাকসু নির্বাচনে ভোট গণণা চলছে। যদিও ছাত্রদল সমর্থিত প্যানেলসহ ৫টি প্যানেল নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে।
কেএন/টিকে