প্রভাবশালী মার্কিন ডানপন্থি রাজনৈতিক কর্মী চার্লি কার্ক হত্যার সঙ্গে জড়িত একজন সন্দেহভাজন এখন হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি। তবে তার পরিচয় প্রকাশ করেননি। বলেছেন, এ ব্যাপারে খুব শিগগিরই জানানো হবে। খবর বিবিসি ও সিএনএনের।
ট্রাম্প সাক্ষাৎকারে বলেন, ‘আমি অত্যন্ত নিশ্চিতভাবে মনে করি, আমরা তাকে হেফাজতে নিয়েছি।’ বিষয়টির সাথে পরিচিত চারটি সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, একজন ব্যক্তিকে আসলেই হেফাজতে নেয়া হয়েছে এবং গুলি চালানোর সাথে জড়িত থাকার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ট্রাম্প বলেছেন, ‘তার (সন্দেহভাজন ব্যক্তির) খুব কাছের একজন তাকে আত্মসমর্পণ করিয়েছে এবং আজ শুক্রবার এটি ঘোষণা করা হবেG
গত বুধবার (১০ সেপ্টেম্বর) ইউটা রাজ্যের ইউটা ভেলি ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়। কার্ক ট্রাম্পের একজন প্রভাবশালী মিত্র ছিলেন।
হত্যাকাণ্ড ঘটার পর থেকে সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে জোর অভিযান চলছে। এর আগে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) হত্যার ঘটনায় জড়িত এক সন্দেহভাজনের ছবি ও ভিডিও প্রকাশ করে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত রাইফেলটি উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
ছবিতে দেখা যায়-ওই তরুণ মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস ও কালো লম্বা হাতাওয়ালা পোশাক পরিধান করে আছেন। লোকটির বিষয়ে তথ্য প্রদানে সহযোগিতার জন্য এক লাখ মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছে; যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ২১ লাখের বেশি টাকা।
এবি/টিকে