জাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখনো চলছে বলে মন্তব্য করেছেন ভিপি প্রার্থী আরিফ উল্লাহ।
শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
আরিফ উল্লাহ তার পোস্টে বলেন, ‘প্রশাসন যেকোনো মূল্যে জাকসুকে অকার্যকর করতে দৃঢ়প্রতিজ্ঞ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বলি, আপনারা সবাই সিনেট ভবনে জমায়েত হোন।
আপনাদের ভোটের ফলাফল নিজেদের হাতে বুঝে নিতে হবে। ফলাফল না নিয়ে সিনেট ভবন থেকে এক পা-ও নড়বেন না।’
তিনি আরও বলেন, ‘জাকসু বানচালের এই ষড়যন্ত্র আমাদের একজোট হয়ে ব্যর্থ করে দিতে হবে।’
কেএন/টিকে