চার্লি কার্ককে হত্যার পেছনে সন্দেহভাজনের উদ্দেশ্য প্রকাশ করল এফবিআই

রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ককে হত্যার পেছনের সন্দেহভাজন উদ্দেশ্য প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। হত্যার পেছনের সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে সংস্থাটি বলেছে, ২২ বছর বয়সী টেইলর রবিনসন গুলি চালানোর ঠিক একদিন আগে তার পরিবারকে বলেছিলেন, তিনি কার্ককে অপছন্দ করেন কারণ কার্ক ‘ঘৃণা ছড়াতেন’।

তদন্তকারীরা সঠিক উদ্দেশ্য ঘোষণা করতে না পারলেও, এই মন্তব্যটি আক্রমণের আগে রবিনসনের চিন্তাভাবনার প্রথম আভাস দেয়। টার্নিং পয়েন্ট ইউএসএ-এর সিইও ও সহ-প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন বিশিষ্ট মিত্র চার্লি কার্ককে বুধবার (১০ সেপ্টেম্বর) ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেয়ার সময় গুলি করা হয়।

কর্তৃপক্ষ জানায়, রবিনসন দূরের ছাদ থেকে এক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যান। পরে ব্যাপক তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছে, চার্লি কার্কের প্রাণঘাতী গুলিবর্ষণের সন্দেহভাজন টেইলরকে স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১ টায় ইউটা থেকে আটক করা হয়েছে।

প্যাটেল বলেন, ৩৬ ঘণ্টারও কম সময়ে, সুনির্দিষ্টভাবে বলতে গেলে ৩৩ ঘণ্টার মধ্যে ফেডারেল সরকারের পূর্ণ তৎপরতা এবং ইউটাই রাজ্যের অংশীদারদের সঙ্গে সমন্বয় করে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

১১ হাজারেরও বেশি তথ্য যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি। কার্কের এই হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার এক উদ্বেগজনক ধরনকে আরও বাড়িয়ে তুলেছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি তাঁবুর নীচে কার্ক যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন এই হামলার ঘটনা ঘটে। তদন্তকারীরা জানান, গুলি কার্কের ঘাড়ে বিদ্ধ হয়। সেই মুহূর্তটি ধারণ হওয়া ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে গুলি লাগার দৃশ্যটি দেখা যায়।

২০১২ সালে টার্নিং পয়েন্টের সহ-প্রতিষ্ঠার পর কার্ক কিশোর বয়সে খ্যাতি অর্জন করেছিলেন। তার নেতৃত্বে, দলটি দেশব্যাপী হাজার হাজার ক্যাম্পাসে উপস্থিতিসহ ৭৯ মিলিয়ন ডলারের রক্ষণশীল পাওয়ারহাউসে পরিণত হয়েছিল। জাতি এবং সংস্কৃতি সম্পর্কে তার উসকানিমূলক মন্তব্য তাকে জেনারেশন জি ভোটারদের মধ্যে প্রভাবশালী নেতা হিসেবে আবির্ভূত করে তুলেছিল।

সূত্র: হিন্দুস্তান টাইমস ও সিএনএন

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মোহাম্মদপুরে বিএনপির ওয়ার্ড সভাপতি-সম্পাদক বহিষ্কার Sep 13, 2025
img
গাইবান্ধায় চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা Sep 13, 2025
img
১৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে জয়া আহসানের ‘ফেরেশতে’ Sep 12, 2025
img
শরীয়তপুরে ওসির ভোজসভায় অংশ নিলেন যুবলীগ নেতা Sep 12, 2025
img
গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি তুলল জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম Sep 12, 2025
img
মাফরুহী–নজরুল: জাকসু বানচালে বিএনপি পন্থী দুই শিক্ষকের বিরুদ্ধে কলকাঠি নাড়ানোর অভিযোগ Sep 12, 2025
ব্রাজিলে অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড Sep 12, 2025
img
খালেদা জিয়া যদি রক্ষা না করতেন, আওয়ামী লীগ জামায়াতকে মুছে দিত Sep 12, 2025
img
ক্ষমতায় গেলে শ্মশানঘাট ও মন্দিরের উন্নয়ন করবে জামায়াত: গোলাম পরওয়ার Sep 12, 2025
ট্রাম্পের মতে, কাতার হামলার প্রভাব আলোচনার গতিকে থামাবে না! Sep 12, 2025
img
শপথ নিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী, ছয় মাসের মধ্যে দিতে হবে নির্বাচন Sep 12, 2025
“তরুণদের বার্তা বুঝতে ব্যর্থ বিএনপি-আওয়ামী লীগ” Sep 12, 2025
'শিক্ষার্থীরা শিবিরমুখী এটা ভুল! ডাকসুতে গণতন্ত্রের বিজয় ঘটেছে Sep 12, 2025
img
শাহবাগে জাকসুর ফল দ্রুত প্রকাশের দাবিতে শিবিরের বিক্ষোভ Sep 12, 2025
img
আবার ছুটিতে স্পেনে ক্যাবরেরা Sep 12, 2025
img

হিরো আলম

‘হঠাৎ করে শুনবেন অবহেলার পাত্র আর আপনাদের মাঝে নেই’ Sep 12, 2025
img
বিএনপির বিরুদ্ধেও গজব অপেক্ষায় আছে: ফয়জুল করীম Sep 12, 2025
img
বিএনপি ভেবেছে ক্ষমতায় চলে গেছে, দিল্লি বহুদূর: ফয়জুল করীম Sep 12, 2025
img

স্বাস্থ্য অধিদপ্তর

সরকারি চিকিৎসকদের জন্য ৮ দফা কঠোর নির্দেশনা Sep 12, 2025
img
দক্ষিণ চীন সাগর ঘিরে চীন-ফিলিপিন্স ফের উত্তেজনা Sep 12, 2025