পোল্যান্ডের আকাশসীমা রক্ষায় তিনটি রাফাল যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। পোলান্ডে রুশ ড্রোন ভূপাতিতের ঘটনার পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ সিদ্ধান্তের কথা জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
গত বুধবার (১০ সেপ্টেম্বর) পোলিশ সশস্ত্র বাহিনী জানায়, বেশ কয়েকটি রুশ ড্রোন পোল্যান্ডে আকাশসীমায় প্রবেশ করার পর সেগুলো ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় পোল্যান্ডের চারটি বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়।
পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার ড্রোন নিয়ে ইউরোপ ও ন্যাটোয় উত্তেজনা দেখা দিয়েছে। এরই প্রেক্ষিতে পোল্যান্ডের আকাশসীমা রক্ষা ও ন্যাটোর পূর্ব ফ্রন্টের নিরাপত্তা নিশ্চিতে সেখানে তিনটি রাফাল যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট।
ম্যাক্রোঁ বলেন, ‘ইউরোপ মহাদেশের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির কাছে নতি স্বীকার করব না।’
পোল্যান্ডের প্রধানমন্ত্রী জানান, ফ্রান্স, যুক্তরাজ্য, নেদারল্যান্ড ও সুইডেন সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। পোল্যান্ড ইউক্রেনের সঙ্গেও যৌথভাবে ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে কাজ করবে বলেও তিনি জানান।
দিকে পোল্যান্ডে রুশ ড্রোন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, রাশিয়া হয়তো ভুল করেই ড্রোন ছুড়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
ট্রাম্পের কথায়, ‘হতে পারে এটি ভুলই ছিল। যাই হোক, এই পুরো পরিস্থিতির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আশা করি শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।’
তবে পোল্যান্ডের প্রধানমন্ত্রীর দাবি, ভুল করে নয়। ইচ্ছাকৃতভাবেই ড্রোন ছুড়েছে রাশিয়া। এদিকে উত্তেজনার মধ্যেই যৌথ মহড়া শুরু করেছে রাশিয়া-বেলারুশ।
স্থানীয় সময় শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাশিয়া ও বেলারুশ বাল্টিক ও বারেন্টস সাগরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে। পোল্যান্ডের আকাশসীমায় সন্দেহভাজন রুশ ড্রোন ভূপাতিতের পরই ‘জাপাদ-২০২৫’ নামের এই মহড়া শুরু করে দেশ দুটি।
সূত্র: রয়টার্স
ইএ/টিকে