গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি তুলল জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে যেসব অনিয়ম ও কারচুপির অভিযোগ উঠেছে, সেই অভিযোগগুলো সুষ্ঠু সুরাহার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জোর দাবি জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে এ দাবি জানায় সংগঠনটি।

বিবৃতিতে সংগঠনটি জানায়, নির্বাচন কমিশনের ‘বিশেষ রাজনৈতিক মতাবলম্বী সদস্যদের’ ও তাদের দোসর প্রভোস্টদের অপতৎপরতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও বিভিন্ন হল সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল। জাল ভোট দেওয়া ও প্রার্থী, প্রতিনিধি/সাংবাদিকদের হয়রানি (মব) করার অভিযোগ ওঠে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল (১৫ নম্বর হল), জাহানারা ইমাম হল, শহীদ তাজউদ্দীন আহমদ হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে।

১৫ নম্বর হলের প্রভোস্ট সরাসরি একটি প্যানেলের পক্ষে ভোট চেয়েছেন বলে অভিযোগ উঠেছে এবং পর্যবেক্ষক দল ওই হলে ব্যালট পড়ে থাকাসহ নানা অনিয়ম দেখেছে।

বিবৃতিতে আরও জানানো হয়, বিস্ময়করভাবে হল সংসদ নির্বাচনের ব্যালটে ক্রমিক নম্বর ও মুড়ি থাকলেও জাকসুর ব্যালটে এগুলো ছিল না। অথচ ‘ক্রমিক নম্বর’ হলো ভোটের বৈধতা নিশ্চিত করার জন্য ব্যালট পেপারে থাকা একটি নির্দিষ্ট সংখ্যা, যা গণনার জন্য ব্যবহার করা হয়। এমনকি পূর্ণাঙ্গ ভোটার তালিকায় ছবি সংযুক্ত আকারে সরবরাহ করা হয়নি, যা ভোটার শনাক্তকরণে জটিলতা সৃষ্টি করেছে।

ভোটার তালিকায় অসংগতি থাকায় বহু শিক্ষার্থী নিজ হলে ভোট দিতে পারেননি। দ্বৈত ভোটদানের মতো নির্বাচনী জালিয়াতি প্রতিরোধের জন্য নির্বাচনী অমোচনীয় কালি ব্যবহার করা হয়নি অনেক ক্ষেত্রেই। নির্বাচনের আগের রাতে ছাত্রদলের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ও নির্বাচনের দিন বিভিন্ন অনিয়ম একই সূত্রে গাঁথা।

একটি বিশেষ রাজনৈতিক দলের প্রার্থীদের জিতিয়ে আনার জন্য আয়োজিত এই প্রহসনের নির্বাচন বলে অভিযোগ করেন তারা।

ছাত্রদলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনের ঠিক আগের রাতে অসত্য তথ্য প্রকাশ করা হয় দাবি করে বিবৃতিতে বলা হয়, একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্য ও অনলাইন অ্যাক্টিভিস্টরা সেটি ফলাও করে প্রচার (ভাইরাল) করে। অথচ বাস্তবতা হচ্ছে ওই সময় রিটার্নিং অফিসারদের তত্ত্বাবধানে শুধু ব্যালট বাক্সসহ অন্য সরঞ্জামাদি পাঠানো হয়। ব্যালট পেপার বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনের দিন অর্থাৎ পরদিন সকাল সাড়ে ৮টার দিকে। এ ধরনের ঘৃণ্য মিথ্যাচারের মাধ্যমে নির্বাচনের আগেই ছাত্রদলকে কোণঠাসা করে ফেলা হয়।

ইউটি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
জাকসু নির্বাচন: ফলাফলের অপেক্ষায় ক্লান্ত শিক্ষার্থীরা Sep 13, 2025
img
‘ষড়যন্ত্র বাস্তবায়ন করতে না পেরে পদত্যাগ’ Sep 13, 2025
img
সাউথ আফ্রিকাকে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো ইংল্যান্ড Sep 13, 2025
নির্মাতা অনন্য প্রতীক চৌধুরীকে নিয়ে যা বললেন আবুল হায়াত Sep 13, 2025
পদত্যাগ করার আগে যা বলেছিলেন মাফরুহী সাত্তার Sep 13, 2025
img
‘পদত্যাগ গণতন্ত্রবিরোধী আচরণ’ Sep 13, 2025
জাকসু নির্বাচন: সদস্য পদ থেকে পদত্যাগ করলেন অধ্যাপক মাফরুহী সাত্তার Sep 13, 2025
নির্বাচনের তফসিলের আগেই দুই উপদেষ্টার পদত্যাগ দাবি ফখরুলের Sep 13, 2025
img
জাবির শিক্ষার্থীরা জুলাইয়ের মতো তাদের অধিকার আদায় করে নেবেন: শিবির সভাপতি Sep 13, 2025
img
জাকসু নির্বাচন: গভীর রাতেও ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা Sep 13, 2025
img
আমি তো আর মরে যাইনি, একটা কল আশা করতেই পারি: সুজন Sep 13, 2025
img
ভোট গণনাকারী শিক্ষিকার মৃত্যুর দায় জাবি কর্তৃপক্ষের নেওয়া উচিত : মাসুদ কামাল Sep 13, 2025
img
সংবিধানে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হয়নি : আখতার Sep 13, 2025
img
রিয়াল থেকে আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ Sep 13, 2025
img
টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরি, রানের রেকর্ড ইংল্যান্ডের Sep 13, 2025
img
নেপালে অন্তর্বর্তী সরকারের শপথে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত Sep 13, 2025
img
বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছবে: কাদির ভূঁইয়া Sep 13, 2025
img
জাকসু নির্বাচন: চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা Sep 13, 2025
img
শাহরুখ খানের সিনেমার জয়গান গাইলেন এড শিরান Sep 13, 2025
img
চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার জামায়াতে যোগদান Sep 13, 2025