বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস চিকিৎসক নিয়োগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা বৃদ্ধি এবং প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা হবে।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের চুলা মডেল হাই স্কুল মাঠে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, প্রায় দেড় হাজার মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এতে সেবা দেন।
ইউটি/টিএ