এশিয়ান মিউজিক চার্টের ১৫ বছর পূর্তি উপলক্ষে গত মাসে বিবিসি এশিয়ান নেটওয়ার্ক আয়োজন করেছিল এক বিশেষ ভোটাভুটি। ‘আলটিমেট এশিয়ান মিউজিক চার্ট নাম্বার ওয়ান ভোট’ শিরোনামে অনুষ্ঠিত এ উদ্যোগে সহযোগিতা করে দ্য অফিসিয়াল চার্টস কোম্পানি। গত ২০১০ সালের মার্চ থেকে চার্টের শীর্ষে ওঠা ৫০টি গান থেকে জনগণ তাদের পছন্দের গানকে বেছে নেওয়ার সুযোগ পান।
অবশেষে সেই প্রতিযোগিতার ফলাফল প্রকাশ পেয়েছে। শ্রোতা-ভক্তদের ভোটে সেরা পাঁচের তালিকায় জায়গা করে নিয়েছে একাধিক জনপ্রিয় গান। এর মধ্যে রয়েছে ২০১৩ সালের আলোচিত বলিউড চলচ্চিত্র আশিকি ২–এর গান ‘তুম হি হো’, যা গেয়েছিলেন অরিজিৎ সিংহ এবং সুর করেছিলেন মিঠুন। দ্বিতীয় স্থানে জায়গা পায় ২০১২ সালের ভাইরাল গান ‘ওয়ান পাউন্ড ফিশ’।
তৃতীয় স্থানে উঠে এসেছে ইমরান খানের গাওয়া ২০১৩ সালের হিট গান ‘স্যাটিসফাইয়া’। চতুর্থ স্থানে রয়েছে বলিউড সিনেমা বার বার দেখো–র গান ‘কালা চশমা’, যেখানে কণ্ঠ দিয়েছেন আমর অর্জি, বাদশাহ ও নেহা কক্কর। পঞ্চম স্থানে রয়েছে এ বছরের নতুন গান ক্রু ছবির ‘নয়না’, যেখানে কণ্ঠ দিয়েছেন দিলজিৎ দোসাঞ্জ, বাদশাহ ও রাজ রঞ্জোধ।
বিবিসি এশিয়ান নেটওয়ার্ক ও অফিসিয়াল চার্টস কোম্পানির এ যৌথ উদ্যোগকে ঘিরে এশিয়ান সংগীতপ্রেমীদের মধ্যে ছিল প্রবল আগ্রহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিকিতা কান্দা ও হারুন রশিদ। বিবিসি সাউন্ডসে ফিরে শোনা যাবে পুরো কাউন্টডাউন, সঙ্গে থাকবে শিল্পীদের অভিজ্ঞতা ও বক্তব্য।
২০১০ সালে অফিসিয়াল এশিয়ান মিউজিক চার্ট যাত্রা শুরু করে। ব্রিটিশ এশিয়ান শ্রোতাদের জন্য এটি ছিল এক ঐতিহাসিক উদ্যোগ। এ চার্টে একদিকে যেমন জায়গা পেয়েছে নটি বয়, জয় ক্রুকসের মতো ব্রিটিশ এশিয়ান শিল্পীর গান, তেমনি অরিজিৎ সিংহ ও রাহাত ফতেহ আলি খানের বলিউড হিট কিংবা দিলজিৎ দোসাঞ্জ ও এপি ঢিলনের পাঞ্জাবি সংগীতও জায়গা করে নিয়েছে। দীর্ঘ ১৫ বছরে চার্ট হয়ে উঠেছে দক্ষিণ এশীয় সংগীতের অন্যতম মাইলফলক।
ইউটি/টিএ