বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন সর্বদা নিজের মেজাজের জন্য পরিচিত। আগে পাপারাজ্জিদের তাঁকে ঘিরে রাখলে রাগ উগড়ে দিতেন, আর এখন সময়ের সঙ্গে সঙ্গে সেই রাগ যেন আরও তীব্র হচ্ছে। জয়ার মেজাজের বিষয়ে কেউই অনভিজ্ঞ নয়-অনুরাগী থেকে দলের কর্মী, সকলের প্রতি তাঁর রাগ প্রকাশ পায়।
এই বিষয় সম্পর্কে সচেতন অভিষেক বচ্চন নিজেও। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর মায়ের সঙ্গে জামাকাপড় কেনাকাটা করা তিনি তেমন পছন্দ করেন না। অভিষেকের কথায়, “আমার মা ১২ বছর বয়স পর্যন্ত তার মর্জিমতো জামা পরতেন, আর নয়। জামাকাপড় কেনাকাটায় মায়ের সঙ্গে যাওয়া আমার পছন্দের বিষয় নয়, তবে বাবার সঙ্গে এ বিষয়ে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি।”
অভিষেক আরও জানিয়েছেন, মা জয়া বচ্চনের সঙ্গে খেতে যাওয়া তাঁর কাছে আনন্দদায়ক, কারণ মা বাঙালি এবং খাবারের বিষয়ে জ্ঞান ভালো। এদিকে বিমানবন্দরে ছবিশিকারিরা এখন তাঁর মাকে ঘিরে তেমন হুড়োহুড়ি করেন না। তাই মায়ের মেজাজই মূল কারণ হিসেবে কাজ করছে, যার কারণে অভিষেক জামাকাপড় কেনার সময় তাঁকে এড়িয়ে চলেন।
সংবাদটিতে স্পষ্ট হয়, মা-পুত্রের সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ হলেও, অভিষেক নিজস্ব স্বাচ্ছন্দ্যের জন্য শপিংয়ে আলাদা পথ বেছে নিয়েছেন। জয়া বচ্চনের সঙ্গে শপিং না করা হলেও, অভিষেক ও অমিতাভ বচ্চনের সঙ্গে তিনি স্বাচ্ছন্দ্যে এটি উপভোগ করেন।
ইকে/টিএ