জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, এই সংবিধানটা বদলাতে হবে। এই সংবিধানটা ‘৭২ সালের সংবিধান। এই সংবিধানটা আমরা করিনি। এই জেনারেশন করেনি।
এই জেনারেশন মতামত দেয়নি। এই সংবিধানটা এই জেনারেশনের সঙ্গে যায় না। এটা আউটডেটেড হয়ে গেছে।
সম্প্রতি এক আলোচনা অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন।
তুষার বলেন, আমরা যখন টি-শার্ট পরি, সেই টি-শার্টটা যখন একেবারে ত্যানা হয়ে যায়, তখন আমরা বলি এটা ফেলে দেব। এই সংবিধানও ফেলে দেওয়ার মতো একটা অবস্থায় আছে। এইটাকে অনেকে বলেন মরহুম সংবিধান। এই মরহুম সংবিধানটাকে এক ধরনের জিয়ে রাখা হয়েছে।
সারোয়ার তুষার বলেন, ছাত্রদের রক্তের ওপর দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসেছে। তারা ছাত্রদের সঙ্গে প্রতারণা করেছে। কিভাবে প্রতারণা করেছে? পাকিস্তান আমলে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে, আইয়ুবের বিরুদ্ধে এই দেশের ছাত্রসমাজ রুখে দাঁড়িয়েছিল। আইয়ুবের পতন ঘটিয়েছিল কারা? ছাত্ররা। এরপর এরশাদের পতন ঘটিয়েছিল কারা? ছাত্ররা।
ছাত্র মানে নির্বাচিত ছাত্র সংসদ। তখন ডাকসু ছিল। সব ছাত্র সংসদ নির্বাচন হতো।
তুষার আরো বলেন, ’৯০ সালের পরে নির্বাচিত সরকার, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে তারা ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে। ক্যাম্পাসে একদিকে তারা ছাত্ররাজনীতি বন্ধ করেছে, অন্যদিকে তারা ক্যাম্পাসে ক্যাডার রাজনীতি শুরু করেছে। কোমলমতী ছাত্রদের তারা সন্ত্রাসী বানিয়েছে। তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। ছাত্রদের দিয়েই ছাত্রদের ঘায়েল করেছে।
পিএ/টিএ