চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের সংশোধিত ভোটার তালিকা আজ শনিবার রাত ১১টা ৫৯ মিনিটে প্রকাশ করা হবে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিতরণ করা হবে মনোনয়ন ফরম।
চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. এ.কে.এম আরিফুল হক সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১০ সেপ্টেম্বর নির্বাচনী আচরণবিধি প্রকাশ করা হয়। এতে ১৭টি ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি:
মনোনয়ন ফরম বিতরণ: ১৪ সেপ্টেম্বর সকাল ৯টা ৩০ থেকে দুপুর ৩টা ৩০ পর্যন্ত, চাকসু ভবনের দোতলায়।
মনোনয়নপত্র জমা: ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর।
যাচাই-বাছাই: ১৮ সেপ্টেম্বর।
প্রাথমিক প্রার্থী তালিকা: ২১ সেপ্টেম্বর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ২৩ সেপ্টেম্বর দুপুর ৩টা ৩০ মিনিট।
চূড়ান্ত প্রার্থী তালিকা: ২৫ সেপ্টেম্বর।
ভোটগ্রহণ: আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এসএস/টিএ